********

দিগদর্শন ওয়েব ডেস্ক : নতুন প্রজন্মের নতুন কবি সাগর মণ্ডল।২৫ জানুয়ারি প্রকাশ করলেন তাঁর ইংরেজি কবিতার বই হোয়ার দি লাইট ফাইন্ডস মি। সাংবাদিক ও আমন্ত্রিত কিছু বিশিষ্ট ব্যক্তিত্বদের সামনে প্রদীপ উজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা। প্রেমের বিরহে তরুণ কবি ভগ্ন হৃদয়ের ক্ষতে মলম দিয়েছেন শব্দ সমষ্টির বিন্যাসে। বার্নার্ড শ। বলেছিলেন, প্রেম হলো জ্বলন্ত সিগারেটের মতো, যার আরম্ভ হলো অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাইতে। কবি বায়রন বলেছেন, প্রেম মানুষকে শান্তি দেয়, স্বস্তি দেয় না। উইলিয়াম শেকসপিয়র বলেছেন, কাউকে সারাজীবন কাছে পেতে, প্রেম নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। প্রেম একদিন হারিয়ে যেতে পারে, কিন্তু সঠিক বন্ধুত্ত্ব হারায় না। টেলিসন বলেছেন, ভালোবাসা যা দেয়, তার চেয়ে বেশি কারের নেয়। সমরেশ মজুমদার বলেছেন, ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে নিজের অজান্তেই ভালোবেসে ফেলে। মেয়েরা সত্যিই ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না। প্লেটো বলেছিলেন, প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে। নতুন প্রজন্মের কবি সাগর মণ্ডল পেশাগত কর্পোরেট বিপণনে যুক্ত থাকলেও ব্যক্তিগত অনুভূতিকে গুরুত্ব নয় দিয়ে থাকতে পারেননি বলেই কবিতার লেখা।

আলো যদি জীবনের আত্ম দ্রাঘিমা হয় তবে সাগরের কবিতা কতটা উত্তীর্ণ হয়েছে বলা সম্ভব নয়, কারণ সাংবাদিকদের সদ্য ভূমিষ্ট সংকলন দেওয়ার প্রয়োজন মনে করেননি। ফলে সংবাদ পরিবেশন ছাড়া করার কিছু নেই। তবে প্রেমে বা বিরহ যতটা কাব্যে সাহিত্যে বা সঙ্গীতে গুরুত্ব পায় , বাস্তবে ততটা নয়। নাহলে হাজার প্রেমের গান বা কবিতা নির্মাণ করেও রবিকবিট বলবেন কেন আমি কাউকে ভালোবাসিনি।ভালবাসলে আজ এখানে পৌঁছতে পারতাম না। বিজ্ঞান বলছে, ভালোবাসা মোটেই হৃদয়ের অনুভূতি নয়। মস্তিষ্কে অক্সিটোসিন হরমোনের ক্ষরণের ফলশ্রুতি।