পর্ব:১৬২

প্রাচীন সংস্কৃত সাহিত্যে গণিকাদের পরিচয় ছিল বিষকন্যা।
সুজিৎ চট্টোপাধ্যায়: প্রাচীন সংস্কৃত সাহিত্যে গণিকাদের বিষকন্যা নামে পরিচয় ছিল। রূপে গুণে সুযোগ সুবিধা, মর্যাদায় এরা সাধারণ গণিকাদের থেকে পৃথক ছিল। লেখক ড: গৌরী শঙ্কর দে তাঁর প্রবন্ধে লিখেছেন , প্রকৃতপক্ষে এরা ছিল সম্পূর্ণ স্বতন্ত্র এক বিশেষ শ্রেণীর গণিকা। এদের পৃষ্ঠপোষকতা করতেন স্বয়ং রাজা, সম্রাট, সচিব, সেনাপতি।

আলেকজান্ডার ভারতের এক বিষকন্যার প্রেমের পড়েছিলেন এমনই এক কিংবদন্তি ।
খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের আলেকজান্ডার এবং তাঁর প্রাচ্য অভিযানকে কেন্দ্র করে বিচিত্র কথা -কাহিনীর আবির্ভাব ঘটে। তখন আকাশে -বাতাসে নানা রঙিন কিংবদন্তি। একটি কাহিনী ‘একজন ভারতীয় রাজা আলেকজান্ডারের নিকট এক অসামান্য সুন্দরীকে উপহারস্বরূপ পাঠিয়েছিলেন। এই রমণী ছিল ঊষার মতো মনোরমা এক সূর্যাস্তের মতো সমারোহময়। তার নিঃশ্বাসনিঃসৃত সুবাস পারসিক উদ্যানের গোলাপের সুবাসকেও হার মানাত। তরুণ দিগ্বিজয়ীর পক্ষে যা স্বাভাবিক, আলেকজান্ডার প্রথম দর্শনেই এই অলোকসমণ্যর রূপসীর প্রেমে পড়ে জানু। কিন্তু গ্রিক শিবিরে হাজির এক প্রবীণ চিকিৎসকের চোখে এই রমণীর গোপন রহস্য ধরা পড়ে। রহস্যটা কি?

ন্যথানেইল হত্রনের রাপাসিনি’স ডটার গল্পের নায়িকা একরহস্যময়ী বিষকন্যা।
রহস্যটা হল জন্মের পর থেকে শিশু অবস্থা থেকে মেয়েটিকে বিষ সেবনে অভ্যস্ত করা হয়েছিল, যারফলে এই নারী হয়ে ওঠে সাক্ষাৎ মৃত্যু। রূপসীটি ছিল বিষকন্যা। আলেকজান্ডার ও বিষ কন্যার এই কাহিনীর উল্লেখ আছে মার্কিন মুলুকের লেখক Nathaniel Hawthorne
( 1804-1864) – এর Rapaccini ‘s Daughter গল্পে। বিদেশি এই গল্পের নায়িকাও এক বিষকন্যা ,তবে সে কোনও গণিকাও নয় , গুপ্তচরও নয়।( চলবে)
পরবর্তী পর্ব , আগামী শুক্রবার ৭ নভেম্বর,২০২৫

