ঐতিহ্যের হিন্দুস্থান ক্লাবে মহম্মদ রফি শ্রদ্ধার্ঘ গানে গানে

দিগদর্শন ওয়েব ডেস্ক: স্বাধীনতার একবছর আগেই ১৯৪৬ সালে ল্যান্সডাউন রোডে লন সহ একটি বাংলো ভাড়া নেন কলকাতার এক অবাঙালি ব্যবসায়ী সমাজ। পেশাগত ব্যস্ততার মাঝেও সামাজিক পারিবারিক সংহতি গড়ে তোলার দায়বদ্ধতায় ১৮ ফেব্রুয়ারি নির্মাণ হয় হিন্দুস্থান ক্লাব। বিবর্তনের শর্ত মেনে একসময় নিজস্ব ভবন তৈরি। ক্লাবে রেস্তোরাঁ ব্যাংকয়েট, সুইমিং পুল, স্কোয়াশ কোর্ট, হেল্থ ক্লাব, সনা, জিম, আবাসিক কক্ষ সহ বিশেষ কিছুট সুবিধা গড়ে তোলা হয় সদস্যদের জন্যই। সম্প্রতি টেনিস কোর্ট,

২০২৪-২৫ এ বার্ষিক সভায় সভাপতি নির্বাচিত হন ঋষভ সি কোঠারী। সহ সভাপতি সঞ্জয় গোয়েঙ্কা, সম্পাদক চন্দ্রশেখর দা কোষাধ্যক্ষ কমল ঘেলানি , যুগ্ম সম্পাদক ধ্রুব আগরওয়াল, সৌরভ আগরওয়াল এবং স্বাতী শাহ পরিচালন কমিটির উদ্যোগে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্প্রতি পালন করা হয কিংবদন্তি গায়ক মহম্মদ রফিকে শ্রদ্ধা জানিয়ে এক সঙ্গীত অনুষ্ঠান। মহম্মদ রফির নির্বাচিত কিছু গান উপস্থিত সদস্যদের নস্টালজিক করে তোলে। অনুষ্ঠানের শিরোনাম ছিল গানে সে উসকে আয়া বাহার। নৈশভোজ আর সুরের আবেশে ক্লাবে মেতে ওঠেন হিন্দুস্থান ক্লাবের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *