গায়িকা থেকে নায়িকা অন্বেষা দত্ত

দিগদর্শন ওয়েব ডেস্ক : গায়িকা হিসেবে পরিচিতির পাশাপাশি সঙ্গীত পরিচালনাতেও দড় । মহিলা সঙ্গীত পরিচালকের অভাব অনেকদিনের। বাংলার সিনেমা জগতে অসীমা ভট্টাচার্য ও নীতা সেনের পর এখনও তেমন কেউ দাগ কাটতে পারেননি। গায়িকা হিসেবে বাংলায় কানন দেবী, রুমা গুহঠাকুরতাকে আমরা পেয়েছি। আগামী প্রজন্মের গায়িকা অন্বেষা দত্ত এবার অভিনয়ে এলেন জনপ্রিয় মডেল ইকবালের বিপরীতে। ইকবালেরও এটি প্রথম ছবি। পরিচালক সৌমজিৎ গাঙ্গুলির হামসাজ দ্য মিউজিকাল ছবিটির প্রযোজক বায়োসিনে। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক হোটেলে ছবির ট্রেলার ও মিউজিক প্রকাশিত হলো আনুষ্ঠানিকভাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অন্বেষা দত্তের গুরুজী জয়ন্ত সরকার, মেয়র পারিষদ দেবাশিস কুমার, অভিনেত্রী দেবলীনা কুমার, সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য,সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, পণ্ডিত তন্ময় ঘোষ, জয় সরকার প্রমুখ। অন্বেষা জানান, ছবিতে ১১ টি গান আছে। গানগুলি রচনা ও আবহসংগীত নির্মাণ তাঁর। প্রথম অভিনয় করছি তাই বাড়তি চাপ থাকলেও পরিচালকের সহযোগিতায় চাপমুক্ত থাকতে পেরেছি। উত্তরবঙ্গ, রাজস্থান প্রভৃতি আউটডোরে খুব মজা করেছি। ভারতে যেসব প্রাকৃতিক সৌন্দর্য্যেরজায়গা আছে সেখানে বিদেশে শুটিংয়ের দরকার হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *