রবীন্দ্র স্মরণে নব নালন্দা

*****”*

দিগদর্শন ওয়েব ডেস্ক : প্রতিবারের মত এবারেও ৯ মে নব নালন্দা আয়োজিত রবীন্দ্র স্মরণে অনুষ্ঠিত হলো নজরুল মঞ্চে। দুটি পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠিত হলো সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত। অল্প বিরতির পর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান হয় বিকেল b৪ টে থেকে রাত ৮ টা পর্যন্ত। এই অনুষ্ঠানে অংশ নেন নব নালন্দার কলকাতা ও শান্তিনিকেতন শাখার ৫০০ ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও স্বনামধন্য শিল্পীরা।

নব নালন্দার অধ্যক্ষ অরিজিৎ মিত্র জানালেন, প্রথম পর্বে অনুষ্ঠান নিবেদন করেন অতিথি শিল্পীরা। নব নালন্দার পক্ষে পরিবেশিত হয় নৃত্যগীতি আলেখ্য উদয়দিগন্তে শঙ্খ বাজে। দেবাদূত চট্টোপাধ্যায়ের পরিচালনায় পরিবেশিত হয় শতকণ্ঠেররবীন্দ্র গান।

দ্বিতীয় পর্বে শ্রাবণী সেন মিউজিক একাডেমির সম্মেলক গান, ব্রততী পরম্পরার সম্মেলক নিবেদন করে বিশ্বতীর্থে রবীন্দ্রনাথ।এমন চক্রবর্তী নিবেদন করেন রবীন্দ্রসঙ্গীতের মুক্তধারা।সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের শতবর্ষে তাঁদের শ্রদ্ধা জানানো হয় আজি এ আনন্দ সন্ধ্যা শিরোনামে এক শতকের পারে সুচিত্রা -কণিকা। পরিবেশনায় ছিলেন নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তন। যন্ত্রসঙ্গীতে সমবেত রবীন্দ্র সঙ্গীত পরিবেশন ছিলেন নব রবি কিরণ এর শিল্পীরা। রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্য পরিবেশন করেন ফুলিয়া আনন্দ ধ্বনি ।

একক গান ও কবিতা পরিবেশনে ছিলেন শমীক পাল, অদিতি গুপ্ত, দেবাদূত চট্টোপাধ্যায় , অরিত্র দাশগুপ্ত, রিমা মিত্র,সূত্রপাত বন্দোপাধ্যায়, সুমন পান্থী, দেবশ্রী বিশ্বাস, শীর্ষ রায়,সুদীপ্ত রায় চন্দ্রাবলী রুদ্র দত্ত, প্রণতি ঠাকুর, কোয়েল অধিকারী, প্রিয়াঙ্গী লাহিড়ী , অ্যারিনা মুখোপাধ্যায়, রিনি বিশ্বাস, রঙ্গিনী মুখোপাধ্যায়, সাম্য কার্ফা, শ্রেয়া গুহঠাকুরতা, শোভন গাঙ্গুলি, প্রবুদ্ধ রাহা, মৌনীতা চট্টোপাধ্যায়, সৈকত শেখরেশ্বর রায়, অভীক মল্লিক, অলক রায়চৌধুরী , প্রদীপ দত্ত , গৌরব সরকার b, চন্দ্রিকা ভট্টাচার্য, দীপাবলী দত্ত , সত্যজিৎ দেবরায় ও অগ্নিভ বন্দোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *