****

দিগদর্শন ওয়েব ডেস্ক: ইন্ডিয়ান ব্যাঙ্ক একটি ভারতীয় পাবলিক সেক্টরের ব্যাংক । সদর দফতর চেন্নাই। ব্যাঙ্কের এম ডি ও সি ই ও শান্তিলাল জৈন।২০১৯ এর ৩০ আগস্ট থেকে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণানুযায়ী ইলহাবাদ ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তি ঘটেছে।১৯০৬ সালে চেন্নাইয়ের এক আর্থিক সংকটের মধ্যে ইন্ডিয়ান ব্যাঙ্কের প্রতিষ্ঠা। এই মুহূর্তে ইন্ডিয়ান ব্যাঙ্ক ডিজিটাল মোবিলাইজেশন ও আধুনিক ব্যাংকিং আমানত বৃদ্ধির প্রচার অভিযানের একটি অনুষ্ঠানের আয়োজন হয়।
এই প্রচার অভিযানের উদ্বোধন করেন ইন্ডিয়ান ব্যাংকের নির্বাহী পরিচালক মহেশ কুমার বাজাজ । গ্রাহক লেনদেন ও ব্যাংক পরিষেবায় ডিজিটাল প্রযুক্তির সুবিধা প্রচারের কথা বলেন ব্যাংকের উপস্থিত বিভিন্ন শাখার আধিকারিকদের। প্রচার অভিযানের নামকরণ হয়েছে রান টু রিচ ও কনেক্ট অ্যান্ড কংক্যার আগামী বছরের আর্থিক বছরের শেষে উল্লেখযোগ্য লক্ষ্যমাত্রায় পৌঁছানোর উদ্দেশ্য।

মহেশ বাজাজ আর ও জানান, সাম্প্রতিক ৫ হাজার ৬৬১ টি সঞ্চয় অ্যাকাউন্ট কার্যকর করা হয়েছে। মোট আর্থিক পরিমাণ ১৫০ কোটি টাকা। ঋণ বিতরণ হয়েছে ১৭১ কোটি টাকার বেশি। চলতি বছরের আগামী ডিসেম্বর মাসে একটি কর্পোরেট মোবাইল ব্যাংকিং অ্যাপ ও একটি সম্পর্ক ব্যবস্থাপক অ্যাপ চালু করা হচ্ছে যা পরিচালকদের সরাসরি গ্রাহক পরিষেবার সহায়ক হবে।
সাংবাদিক সম্মেলনে দিগদর্শনের প্রতিনিধির প্রশ্ন ছিল, কিছু বেসরকারি ব্যাংক প্রবীণ নাগরিকদের একবছরের সময়সীমার স্থায়ী আমানতে ৮.৫৫ শতাংশ সুদ দিচ্ছে। সেখানে প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে ইন্ডিয়ান ব্যাংক কতটা সুযোগ দিচ্ছে? জবাবে মহেশ বাজাজ জানান, আমরাও ৪০০ দিনের স্থায়ী আমানতে ৮ শতাংশ সুদ দিচ্ছি প্রবীণ নাগরিকদের। সরকারি ব্যাংক হিসেবে সরকারের কিছু প্রকল্পে যুক্ত থাকতে হয়। তবুও আমরা চেষ্টা করি গ্রাহকদের যতটা সম্ভব আকর্ষণীয় পরিসেবা দিয়ে থাকি।