চন্ডীতলা প্রম্পটারের নাট্য প্রযোজনা মধুসূদন মঞ্চে

দিগদর্শন ওয়েব ডেস্ক: সম্প্রতি চন্ডীতলা প্রম্পটার নাট্যগোষ্ঠী দক্ষিণ কলকাতার মধুসূদন মঞ্চে মঞ্চস্থ করল দুটি নাটক। শিবরাম চক্রবর্তীর ব্যাঙ্গাত্মক নাটক প্রাণকেষ্টর প্রাণান্ত ও রবীন্দ্রনাথের ছোট গল্প অবলম্বনে তোতা কাহিনী। নাট্যরূপগীতা দাসের। পরিচালনা সুমন্ত গঙ্গোপাধ্যায়ের। সমাজের আর্থ সামাজিক পটভূমিতে সমাজের ও ব্যক্তিত্বের ক্ষয়িষ্ণু মানসিকতা ব্যাঙ্গাত্মক রসে নির্মাণ করেন শিবরাম। মূল চরিত্রে প্রদীপ রায় ও অন্যান্য চরিত্রে তমসা ঘোষ, পিউ চক্রবর্তী, কৃষ্ণেন্দু ভট্টাচার্য, পূর্ণিমা মুখার্জি, সপ্তবর্ণা আলু, আদিত্য নারায়ণ ভট্টাচার্য, কৌশিক মাল, অরূপ চৌধুরী, প্রমুখের অভিনয় ছিল প্রশংসনীয়। সাজসজ্জায় নেপাল চক্রবর্তী, আবহ প্রক্ষেপণেঅয়ন রায়। অনুষ্ঠানের শুভ সূচনা ঈশিকা সামন্তের একক নৃত্যে।

দ্বিতীয় পর্বে তোতা কাহিনী। কবিগুরুর ১৬৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে নাটকটি নির্দেশনা দেন প্রদীপ রায়। আদিত্য রায়, শুভম দাস , নীলাদ্রি রায়, সপ্তবর্ণা আলু, পিয়াসা ঘোষ, অন্বেষা মুখার্জি, শ্রেয়সী আচার্য, দেবজ্যোতি রায়, সত্যম ঘোষ, ঋতম পান, পিউ চক্রবর্তী, অনু রায়, রিয়ন মুখার্জি, রণাক মুখার্জি ও পরিচালক প্রদীপ রায়েরঅভিনয় ছিল প্রশংসনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *