তিনদিন ব্যাপী অষ্টম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা হল নেতাজি ইনডোরে

*

শ্রীজিৎ চট্টরাজ: ১৭ শতকে জাপানে এক আদিবাসী সম্প্রদায়ের জীবন যুদ্ধের এক শৈলী ক্যারাটে। ক্যারাটে শব্দের অর্থ খালি হাত। জাপান থেকে চিনে প্রসারিতএই মার্শাল আর্ট পৌঁছয়। চিনে নামকরণ হয় ট্যাং হ্যান্ড ও টোডে । তবে দুই দেশে কিছু পরিবর্তিত রূপ ছিল। অন্যতম কারণ ছিল দু দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি। তবে দুদেশেই ক্যারাটে জনপ্রিয়তা পেতে থাকে।১৯৩৬ সালে ২৫ অক্টোবর জাপানের ওকিনাওয়াতে ক্যারাটে শিক্ষকদের এক সভায় সিদ্ধান্ত অনুযায়ী কুশ কুকেন বা ক্যারাটে নামটি ব্যবহারের সিদ্ধান্ত হয়। জাপানে এই দিনটি স্মরণীয় কররাখতে ২৫ অক্টোবর ক্যারাটে দিবস পালিত হয়। বিশ্বজনীন ভাবে স্বীকৃত ক্যারাটে আক্রমণের শৈলী নয়, আত্মরক্ষার উপায়। এশিয়ায় ভারতে যেমন ক্যারেটের জনপ্রিয়তা বেড়েছে তেমন ইউরোপেও বেড়েছে।

৭০ এর দশক থেকে ব্রুস লি ও পরে জ্যাকি চ্যাং , স্যামো হাং, জেট লি এর হাত ধরে চলচ্চিত্রে অন্যায় দমন লক্ষ্যে কাহিনী জনপ্রিয় হতে শুরু করে। বাধ্য হয়ে ইউরোপীয় ঘরানার জেমস বন্ড সিরিজেও ক্যারাটে অন্তর্ভুক্ত হয়। ভারতেও ক্যারাটে নিয়ে সিনেমা নির্মাণ হয়। এখন দেশের সর্বত্র ছেলেমেয়েরা ক্যারাটে নিয়ে আগ্রহী হয়েছেন। সম্প্রতি কলকাতায় নেতাজি ইনডোরে তিনদিনব্যাপী অষ্টম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪ অনুষ্ঠিত হল? ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপে অংশ নিলেন দেশ ও বিদেশের প্রায় ৬ হাজার খেলোয়াড়। ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিযোগী ছাড়াও মালয়েশিয়া, নেপাল, বাংলাদেশ , ভুটান, ইরান, সৌদি আরবের প্রতিযোগীরাও যোগ দেন।

সাব জুনিয়র , ক্যাডেট জুনিয়র, সিনিয়র ও মাস্টার্স এমন ১১৬ টি বিভাগে অংশ নেন ৫ বছর বয়সী থেকে প্রাপ্ত বয়স্ক খেলোয়াড়রা। এই প্রতিযোগিতায় মুখ্য ভূমিকা নেন হানশি প্রেমজিত সেন। যিনি প্রধান সংগঠক ও ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের সভাপতি। প্রেমজিত সেনের উদ্যোগে ভারতীয় তথা বাংলার খেলোয়াড়দের বিশ্বমানের প্রতিযোগীদের সঙ্গে খেলার সুযোগ করে ভারতের অবস্থান শক্তিশালী করে তুলতে সচেষ্ট আছেন। গত ৩০ বছর ধরে তাঁর নিরলস প্রচেষ্টায় বিশ্বে ভারতীয় ক্যারাটে খেলোয়াড়রা স্বীকৃতি পাচ্ছেন। বিজয়ীদের হাতে দেওয়া হয় ৩ লাখ টাকার পুরষ্কার। এই প্রতিযোগিতাকে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় , রাজ্যের মন্ত্রী পুলক রায়, পুলিশের যুগ্ম কমিশনার নভেন্দ্র সিং, বিধাননগর পৌর সংস্থার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, আই এইচ এ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাতনাম সিং বআলুওয়ালিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *