******
দিগদর্শন ওয়েব ডেস্ক : স্বপ্ন, সংকল্প ও বৈচিত্র্যের সহবস্থান ঘটে অনুশীলন ও লক্ষ্য স্থির রাখার সিদ্ধান্তে। সেখানেই সাফল্য। সেই সাফল্যকে কুর্নিশ জানালো ডিসান হাসপাতাল। সম্প্রতি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের অডিটরিয়ামে ডিসান হাসপাতাল আয়োজিত আরোহণ ২০২৫ অনুষ্ঠানে কলকাতার বিভিন্ন স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো শংসাপত্র, স্মারক ও একটি ১৫ বছর সময়সীমার এক্সক্লুসিভ ডিসান প্রিভিলেজ হেল্থ কার্ড। যার ফলে এই হাসপাতালের যেকোন বিভাগে বিশেষ সুবিধা ও বিনামূল্যে শয্যা সুবিধা মিলবে। একই সম্মান ও সুযোগ লাভ করল মনোবিকাশ কেন্দ্রের কয়েকজন মানসিক ভাবে বিশেষ পর্যায়ের কিশোর কিশোরীরা।
ডিসান হাসপাতালের পরিচালক শাঁওলি দত্ত সাংবাদিকদের জানালেন, কলকাতার ১০ টি স্কুলের ডব্লিউ বি এইচ এস, আই এস সি ও সি বি এস ই বোর্ডের প্লাস টু টপারদের সম্বর্ধনা দিয়ে উৎসাহিত করা সামাজিক দায়বদ্ধতা। আমরা সেটা পালন করছি। পাশাপাশি মনবিকাশ কেন্দ্রের বিশেষ কিশোরদের চিত্রকলা, সাঁতার, সঙ্গীত ও পড়াশুনায় কৃতিত্বের স্বীকৃতি দিয়ে আমরা গর্বিত। আমরা হাসপাতালের তরফে অর্টিজম ও নিউরো ডেভলপমেন্ট সাপোর্ট সেন্টারের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরদের পাশে আছি।
ডিসান অর্টিজম থেরাপি সেন্টারের কার্যকলাপ নিয়ে ভুয়সী প্রশংসা করলেন শিক্ষাজগতের নেতৃত্বে থাকা এক সফল প্রাক্তন শিক্ষক জন এ বাগুল।