সেন্ট জোয়ানস স্কুলের প্রতিভা অন্বেষণ ও সৃজনশীল সাংস্কৃতিক অনুষ্ঠান

দিগ্ দর্শন ওয়েব ডেস্ক : কলকাতার ঐতিহ্যময় স্কুল সেন্ট জোয়ানস স্কুল। প্রতিবছরের মত এবারেও ই জেড সি সি মঞ্চে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট, ম্যারিড ২০২৪ অনুষ্ঠিত করল। মঞ্চে দর্শকের আসনে ব্যাপক ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা গেল।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন ভারতের পূর্ব ও উত্তর পূর্ব ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ড: এন্ড্রু ফ্লেমিং, কলকাতা চিন ভারপ্রাপ্ত কনসাল জেনারেল কুইনইয়ং, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস, বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বিধাননগর এম এম আই সি তুলসী সিনহা রায়, রাজেশ চিরিমার, বরো চেয়ারম্যান রঞ্জন পোদ্দার, অবসরপ্রাপ্ত বন সংরক্ষক এ কে রাহা, আই এ এস আর, হিডকোর প্রাক্তন চেয়ারম্যান দেবাশীষ সেন, নিউ বেঙ্গল সি সি সহ অভিভাবক মিডিয়া সদস্য আশীষ কুমার গিরি, সেন্ট জোসেফ স্কুলের প্রাক্তন অধ্যক্ষ নেভিল ম্যাকনামারা, বৌবাজার সেন্ট জেমস স্কুলের অধ্যক্ষ টেরেন্স আয়ারল্যান্ড, লরেটো ডে স্কুলের (এলিয়ট রোড, আসানসোল) প্রাক্তন অধ্যক্ষ রেভারেন্ড সিনিয়র শালিনী সেবাস্টিয়ান, লেভিন, আওয়ার লেডি কুইন অফ দ্য মিশন স্কুল, সল্টলেক এর অধ্যক্ষ রেভারেন্ড সিনিয়র শেরলি সেবাস্টিয়ান এবং লাভিনিয়া হাউস এর রেভারেন্ড সিনিয়র রীতা মুর্মু, লাভিনিয়াহাউসের রেভারেন্ড সিনিয়র জর্জিনা প্রমুখ।

দুসপ্তাহব্যাপী অনুশীলনের সফল মঞ্চায়ন করল স্কুলের ছাত্রছাত্রীরা। উপভোগ্য অনুষ্ঠানটি প্রশংসনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *