জ্বলজ্যান্ত বাংলার ডাকাত দেখতে যান বাগুইহাটি অশ্বিনীনগর সন্তোষপল্লীর জগদ্ধাত্রী পূজা মণ্ডপে

****

দিগদর্শন ওয়েব ডেস্ক: পাহাড়ী ঝর্ণার ধারায় গুহার গোপন আস্তানায় ডাকাতির সোনাদানা বহুমূল্যের হীরে জহরত জমা করে রেখেছে বাংলার ডাকাতদল।করছে ছাগ বলি। পুজো মণ্ডপের দেবী জগদ্ধাত্রী। বাংলার ডাকাত থিমে এমনই একটি জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেছে বাগুইহাটি অশ্বিনীনগর সন্তোষপল্লী জগদ্ধাত্রী পুজো কমিটি। বাড়তি আকর্ষণ কুমারী পুজো।

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় শাসকদলের বিভিন্ন রাজনৈতিক নেতা ও জন প্রতিনিধিদের সঙ্গে অভিনেত্রী শ্রাবন্তীর চট্টোপাধ্যায়ের উপস্থিতি স্থানীয় মানুষদের মধ্যে বিপুল আলোড়ন তোলে উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জি। ছিলেন বিধাননগর পৌরসভার এম আই সি দেবরাজ চক্রবর্তী।

১৩ তম বর্ষে এবার জগদ্ধাত্রী পুজোর থিম বাংলার ডাকাত। পুজোর পাশাপশি সামাজিক দায়বদ্ধতায় স্থানীয় ৩০ টি পরিবারের ক্যান্সার আক্রান্ত সদস্যের জন্য দেওয়া হয় আর্থিক সাহায্যর। এলাকার ৫০ টি আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের শিশুর লেখাপড়ার দায়িত্ব নেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

পুজো কমিটির সভাপতি রতন মৃদা জানান, বাংলার ডাকাতির থিমের মধ্য দিয়ে আমরা ব্রিটিশবিরোধী বাংলার ডাকাতদের গৌরব্জ্বল আখ্যান তুলে ধরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *