পডকাস্ট আশা অডিও’র, সূত্রধর খরাজ মুখোপাধ্যায়

*

সুজিৎ চট্টোপাধ্যায়: একটা সময় ছিল কলকাতার হাতিবাগান অঞ্চলে বৃহস্পতি, শনি ও রবিবার পথ চলা ছিল দুষ্কর। নাটকপ্রেমী বাঙালির সদর্প পদচারণায় মুখর থাকত উত্তর কলকাতার শেষ প্রান্ত। দুপুর থেকে রাত্রি। বাঘা বাঘা নটনটীদের আবির্ভাবে নগর গুলজার। অন্যদিকে রেডিও চলনের সময় ১৯২৭ থেকেই বেতার নাটক ছিল জনতার নয়নের মণি। বুধবার পল্লী বেতার অনুষ্ঠানে চাষী ভাইদের ফসল নিয়ে অনুষ্ঠানের পর মধুরেন সমাপয়েৎ হত বেতার নাটকে। প্রযোজক সুধীর সরকার। শনিবার বেলা তিনটে আর রবিবার দুপুর একটায় ও মাসের শেষ বৃহস্পতিবার মানুষের চাতক অপেক্ষা।বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়, শুক্লা বন্দোপাধ্যায়, অজিত বন্দোপাধ্যায়, শ্রীধর ভট্টাচার্য, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের মত প্রযোজক আর দাপুটে স্বর্ণ কণ্ঠের অভিনেতা তথা বাচিক শিল্পীর নক্ষত্র সমারোহ। কালের স্রোতে হারিয়েছে সেযুগ। ওপার বাংলার কবি আলী রিয়াজের ভাষায় বলা যায় প্রত্যাবর্তন ফিরে আসা নয়, এর চেয়ে বেশি। কর্পোরেট যুগে এখন পডকাস্টের যুগ। অসম্ভব জনপ্রিয়তা বাড়ছে অডিও নাটকের লং প্লেয়িং এর পরিবর্তিত রূপ।

আশা অডিও গানের ভুবনে নতুন করে আশা জাগিয়ে ৬৫০ টি গানের ক্যাটলগ তৈরির পাশাপাশি অডিও ইউটিউব চ্যানেল নিয়ে এসেছে। প্রথমেই বেছে নিয়েছে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ। আগস্টে মুক্তি পাচ্ছে তিনটি ভিন্ন স্বাদের গল্প। প্রথমটি নিশীথে। নবরসের ভয়ানক রসের একটি উপস্থাপনা। দ্বিতীয় কাহিনী হাস্যরসের ইচ্ছাপূরণ ও কবির ঐতিহাসিক ছোট গল্প দালিয়াকে করুণ রসের তালিকায় রাখা যায়। খরাজ মুখোপাধ্যায়ের জাদুকরী কণ্ঠে থাকছে সূত্রধরের উপস্থিতি। অভিনয়ে শ্যামলী আচার্য, জ্যাক, আরাত্রিকা সেন, তন্ময় চক্রবর্তী শ্রুতি নাট্যরূপ সৌমিত দেবের। আবহ সঙ্গীত সপ্তক সময় দাসের। এই পড কাস্টের উদ্যোক্তা অপেক্ষা লাহিড়ী সাংবাদিকদের জানান, একটা টিম ওয়ার্কের ফসল আমাদের প্রচেষ্টা।আশা করি শ্রোতা আশীর্বাদ করবেন, ঘরে তুলবেন। খরাজ মুখোপাধ্যায় বলেন, আমার গল্প নির্বাচন পছন্দ হয়েছে।

একদিকে গল্পের পাঠকের সংখ্যা কমছে, অন্যদিকে একাকীত্ব গ্রাস করছে মানুষকে। ঘরের ভেতর ঘর মানুষের হৃদয়। সেই চোরা কুঠরির চৌকাঠ পেরিয়ে আশা অডিও পড কাস্টের আঙ্গিকে সাড়া জাগানো স্থান করে নেবে এমন আশা করাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *