বাঙালি আই টি সংস্থা টেকনো এক্সপোনেন্ট ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল

****

দিগদর্শন ওয়েব ডেস্ক : নিউটাউনের এক পাঁচতারা হোটেলে আদ্যোপান্ত বাঙালি আই টি সংস্থা টেকনো এক্সপোনেন্ট পালন করল তাদের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিল আমাদের দেশ ও বিদেশের বেশ কয়েকজনআই টি বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা। সংস্থার পক্ষে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সি ই ও সব্যসাচীসাহা, সহ প্রতিষ্ঠাতা অভয় দেবনাথ , সহ সভানেত্রী জয়েন্দ্রিশা ঠাকুর সাহা, সি টি ও (গ্লোবাল) মাইকেল কলিন্স, সি টি ও ( পশ্চিম আফ্রিকা ) যোশেফ অ্যাপেলটন প্রমুখ।

এই মুহূর্তে ডিজিট্যাল বিজনেস সলিউশন প্রোভাইডার হিসেবে টেকনো এক্সপোনেন্ট বিশ্বের বাজারে প্রথম সারিতে। সি এম এম আই ম্যাচুইরিটি লেভেল v৫ সার্টিফায়েড এই সংস্থা কর্পোরেট দুনিয়ায় রেডবুল, অ্যামাজন, ডিজনি, ফোবর্স, নাসা সংস্থার বিশ্বাসযোগ্যতাঅর্জন করেছে। বিপণনের ক্ষেত্রে ডিজিট্যাল মার্কেটিং, ওয়েব ডেভলপমেন্ট, ক্লাউড, ডেডিকেটিং হায়ারিং, প্রোডাক্ট মার্কেটিং, এর ক্ষেত্রে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়ে টাইমস গ্রুপ , এশিয়া ওয়ান ও স্টারজ সংস্থা থেকে পুরষ্কৃত হয়েছে।

সংস্থার কর্মীসংখ্যা এখন প্রায় সাড়ে চারশ। কলকাতার উপকন্ঠে সেক্টরফাইভে গড়ে তোলা হয়েছে সাত হাজার ফুটের কার্যালয়। ব্যবসা বিস্তৃত হয়েছে আমেরিকা, দক্ষিণ আফ্রিকা , কানাডা, সুইডেন ,অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। বিশিষ্ট আমন্ত্রিতদের সম্বর্ধনা সহ কৃতি কর্মীদের পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে মধ্যাহ্নভোজনের বিরতির পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *