সৌন্দর্য আর উদ্ভাবনী শিল্পের যুগলবন্দি ঘটাতে কলকাতা জুয়েলারি ও রত্নমেলা ২০২৪ শুরু বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে

দিগদর্শন ওয়েব ডেস্ক : ইনফরমা মার্কেটস্ ইন ইন্ডিয়ার উদ্যোগে কলকাতা বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর তিনদিনব্যাপী কলকাতা জুয়েলারি ও রত্ন মেলার পঞ্চম বর্ষ উদযাপিত হতে চলেছে।২০১৪ সালে প্রথম সূত্রপাত। পূর্ব ভারতের গয়নার বাজারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মেলা।

মেলায় যোগ দেয় ৬০টিরও বেশি প্রতিষ্ঠান,২০০ ব্র্যান্ড, দুহাজারেরও বেশি অনন্য ডিজাইন প্রদর্শিত হয় সোনা, হীরের গয়না ও রূপার শিল্প সম্ভারে। এছাড়া ল্যাবে উৎপাদিত হিরে ও পণ্য উৎপাদনের প্রযুক্তি যন্ত্র থাকে এই প্রদর্শনীতে। অংশগ্রহণকারীদের মধ্যে আছেন সেনকো গোল্ড, রসিকলাল মোহনলাল গান্ধি, শ্রী রামকৃষ্ণ এক্সপোটস্ ফাইন স্টার, মা ব্রিজেশ্বরী জুয়েলার্স, অঞ্জলি ল্যাব গ্রোড ডায়মন্ডস প্রমুখ। ভারতে ক্রমাগত গয়নার বাজার বেড়ে চলেছে। সংগঠিত খুচরা বাজারে বিক্রির হার ৩৮ শতাংশ বেড়েছে। রপ্তানিও বেড়েছে ৯.১৮ শতাংশ।

সংগঠনের সভাপতি অশোক বেঙ্গানি বলেন, ইনফারমা মার্কেটস ইন ইন্ডিয়ার সঙ্গে অংশীদারিত্বে কলকাতার বৃহত্তম গয়না বিক্রিতে সম্প্রসারণ এক উল্লেখযোগ্য অগ্রগতি। এই মেলার মধ্য দিয়ে আমরা এক সুসংগঠিত প্রয়াসকে দৃঢ় করব। ইনফরমাা মার্কেটস ইন ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর যোগেশ মুদ্রা বলেন, কলকাতা জুয়েলারি ও রত্ন মেলা ভারতের গয়না শিল্পের বৃদ্ধির এক ইতিবাচক পর্যায়ে। বাজারমূল্য প্রায় ৬.৪ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। আশা করা যায়, এবারের মেলায় উৎপাদক, ক্রেতা বিক্রেতা রপ্তানিকারক সরবরাহকারীদের এবং দর্শকদের উপস্থিতি মেলাকে স্বার্থক প্রয়াস হিসেবে গড়ে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *