এম পি বিড়লা স্মারক পুরস্কারে মনোনীত হলেন সাড়া জাগানো অবদানের জন্য রেডিও অ্যাস্ট্রোনমির অধ্যাপক যশোবন্ত গুপ্তা
**** দিগদর্শন ওয়েব ডেস্ক: অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্সের দুনিয়ায় ইসামান্তর অবদানের জন্য দ্বিবার্ষিক এম পি বিড়লা স্মারক পুরষ্কারের জন্য মনোনীত হলেন অধ্যাপক যশোবন্ত গুপ্তা। বিশিষ্ট শিল্পপতি প্রয়াত এম পি বিড়লার স্মৃতিতে প্রতি দুবছর অন্তর এই পুরষ্কার দেওয়া হয়।বৈজ্ঞানিক সৃজনী কর্মে বিশেষ করে জ্যোতির্বিজ্ঞান, জ্যোতি:পদার্থবিজ্ঞান মহাকাশবিজ্ঞান এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এই মর্যাদাপূর্ণ পুরষ্কার দেওয়া হয় বিশিষ্ট বিজ্ঞানীদের। ২০২৫…
