দিগদর্শন ওয়েব ডেস্ক: কুম্ভে আত্মহুতি দেখেছিলেন হিউয়েন সাং। স্বাধীন ভারতের প্রথম মহাকুম্ভে বিপর্যয় ৮০০ জনের। তারপর আরও তিনবার দুর্ঘটনা কুম্ভে। সেখান থেকে শিক্ষা পেল না উত্তর প্রদেশ সরকার? তারপরেও বারবার আগুন আর পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল! বিপর্যয়ের পরেই গর্জে উঠেছে রাজনৈতিক দলগুলি। মহাকুম্ভে রাজনীতির ঘোলাজল। কোথায় গড়াবে জল? পুরাণ থেকে ইতিহাসের পাতা জুড়ে কুম্ভ মানেই কি মৃত্যুমিছিল?
গ্রাউন্ড জিরোয় রিপোর্টিং থেকে বিশেজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘অমৃতকুম্ভে মৃত্যুমিছিল’। ৯ ফেব্রুয়ারি ২০২৫,রবিবার রাত ১০ টায়।