বাংলা নিউজ সিরিজ ভোট যুদ্ধ দেশের লড়াই, পর্ব ৫ দেখুন টিভি নাইন বাংলায়, রবিবার রাত ১০টায়

দিগদর্শন ওয়েব ডেস্ক : ভারতীয় রাজনীতিতে গত শতকের নয়ের দশক পুরোপুরি উথাল পাতলের। কংগ্রেসে গান্ধী পরিবারের মুঠি আলগা, দেশে দক্ষিণ ভারতীয় প্রথম প্রধানমন্ত্রী হিন্দুত্ববাদী শক্তির উত্থান, অর্থনীতির দরজা হাট, একের পর এক কেলেঙ্কারি, মুম্বাই বিষ্ফোরণ, দাঙ্গা, দিল্লীর মসনদে আয়ারাম গয়ারাম সরকার বামেদের সুবর্ণ সুযোগে জল, পোখরা, কার্গিল যুদ্ধ, বাংলায় তৃণমূলের আত্মপ্রকাশ, মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বিজেপির হাত ধরাধরি ঘটন অঘটনের লেখাজোখা নেই।

দক্ষিণ ভারতে তামিলনাড়ুতে অকাল ভোটের প্রচার চালাতে গিয়ে ঘটে রাজীব গান্ধীর হত্যাকাণ্ড। নির্বাচনে একক বৃহত্তম দল হলেও নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা মেলে না নরসিমা রাও গান্ধী পরিবারের বাইরে প্রথম প্রধানমন্ত্রী বাইরে থেকে সমর্থনে মেয়াদ শেষ করেন । তবে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে গিয়ে ঘুষ কেলেঙ্কারির অভিযোগ ওঠে। ঝাড়খণ্ডমুক্তি মোর্চার সাংসদরা সংসদে টাকার বিনিময়ে রাওকে ভোট দেন। এরপরেই শেয়ার কেলেঙ্কারি। হর্ষদ মেহেতা ঘটনায় দেশ কেঁপে ওঠে? হর্ষদ মেহেতার আইনজীবী রাম জেঠমালানি অভিযোগ করেন তাঁর মক্কেলের কাছে রাও এক কোটি টাকা নিয়েছেন।কংগ্রেস তখন উদার অর্থনীতির পথে। মনমোহন সিং তখন অর্থমন্ত্রী। রাজকোষের টানাটানি , বানিজ্য ঘাটতি নিয়ন্ত্রণে আর্থিক সংস্কার। ব্যাঙ্কের ঋণ নীতিতে পরিবর্তনের ফলে সৃষ্টিএক নতুন মধ্যবিত্ত শ্রেণী। যাঁদের দেশ নিয়ে কোনো মাথাব্যথা নেই।

বিজ্ঞাপন

এরপর একই সংসদ দেখল তিন প্রধানমন্ত্রী। দেবগৌড়া, আই কে গুজরাল। সীতারাম কেশরীর কংগ্রেস সমর্থন তুলে নেওয়ায় দ্বিতীয় ইউনাইটেড ফ্রন্ট সরকার ভাঙল । একই সঙ্গে ভাঙল কংগ্রেস ।১৯৯৮ সালে নির্বাচনে এল বিজেপি সরকার। তেরোমাসে লালবাতি জ্বলল বাজপেয়ী সরকারের।১৯৯৮ সালে আবার নির্বাচন। বিজেপি গড়ল এন ডিএ। বাজপেয়ী সেবারও পূর্ণ মেয়াদ রইলেন না । তৃতীয়বার আবার ক্ষমতায় বাজপেয়ী সরকার। পূর্ণ মেয়াদে রেকর্ড। রাওয়ের আমলে দিল্লির পরমাণু বিষ্ফোরণ ভেঙে যায় আমেরিকার নজরদারিতে।২৯৯৮ তে বাজপেয়ী সরকার মে মাসে পোখরানে পরমাণু বিষ্ফোরণ ঘটিয়ে নতুন ইতিহাস গড়ল। জাতীয়তাবাদের আস্ফালন শুরু তখন থেকেই।১৯৯৯ এর মে মাসে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে মুশকো দ্রাস, কাকসার ও বাতালিক সেক্টরে ও কার্গিল সেক্টরে ঢুকে পড়ে পাক হানাদার। অভিযানে নামে ভারতের সেনা । অপারেশন বিজয়। ভারত জয় ঘোষণা করে ১৯৯৯ সালের ২৬ জুলাই । পাকিস্থানেরদাবি এসব জঙ্গিদের কাজ। কিন্তু পরবর্তী সময় প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ , স্বীকার করেন এসব পাক সেনাদের কাজ। পাকিস্থান ভারতে ছিল বাস পরিষেবা। বাজপেয়ী সেই বাসে চড়ে লাহোর যান। দুদেশের মৈত্রী ফেরাতে।

নয়ের দশকের শেষে বাংলাতেও বাঁক নেয় রাজনীতির মূল ধারা। তৃণমূল দলের সৃষ্টি। সম্মুখ সমরে বাম তৃণমূল। বামেদের চাপে ফেলে মমতার দিল্লিতে বিজেপি সরকারে যোগদান। টিভি নাইন নিউজ সিরিজে এবার নয়ের দশকের লোকসভা নির্বাচন ও টালমাটাল ভারতীয় সংসদীয় রাজনীতির নানা কাহন। সঙ্গে বিশিষ্টদের বিশ্লেষণ। দেখুন রবিবার ৭ এপ্রিল রাত ১০ টায় টিভি নাইন বাংলায় নিউজ সিরিজ ভোটযুদ্ধ দেশের লড়াই পর্ব ৫।

বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *