দিগদর্শন ওয়েব ডেস্ক: ভারতে স্নায়বিক রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রোগ যেমন বাড়ছে তেমন চিকিৎসার ক্ষেত্রেও আধুনিক চিকিৎসায় রোগমুক্তিও ঘটছে। অত্যাধুনিক চিকিৎসার নাম ডিপ ব্রেইন স্টিমুলেশন। সম্প্রতি গুরুগ্রাম মেদান্তা হাসপাতালের বিখ্যাত শল্য চিকিৎসক অনির্বাণ দীপ ব্যানার্জি এই প্রযুক্তিতে কলকাতার বাসিন্দা কাজলবরণ মজুমদারের মতো জটিল স্নায়বিক রোগে আক্রান্ত কয়েকশো রোগীর চিকিৎসা করছেন সাফল্যের সঙ্গে। কাজলবরণ বাবুর মত বহু রোগী প্রতিবন্ধকতার সীমা পেরিয়ে সুস্থ জীবনে ফিরে গেছেন। মেদান্তা সুপার স্পেশালিটি ইতিমধ্যেই নিউজ উইক এর বিবেচনায় দেশের সর্বোত্তম বেসরকারি হাসপাতাল হিসেবে স্বীকৃত হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ডা: ব্যানার্জি জানান, ভারতে এই ধরণের রোগীর সংখ্যা প্রায় মোট জনসংখ্যার v১০ শতাংশ। সাধারণত নিম্ন ও মধ্য আয়ের দেশে এই রোগের প্রাবল্য বেশি।চিরাচরিত চিকিৎসা বা ওষুধ দিয়ে এই রোগের সাফল্য মেলে না। ডি বি এস বাহ ব্রেন পেসমেকার সার্জারি এমন একটি চিকিৎসা পদ্ধতি যা দেহের ক্ষতিগ্রস্থ অঞ্চলে ইলেক্টোড স্থাপন করা হয় যা এডভ্যান্স স্টেজের পারকিনশনের ডিস্টোনিয়া এপিলেপসির মত সমস্যা থেকে মস্তিষ্ককে বেরিয়ে আসতে সাহায্য করে। এটি মস্তিষ্কের অনিয়মিত সিগন্যালকে নিয়ন্ত্রণ করে, বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে সচল রাখে। ফলে স্বাভাবিক জীবনযাপনের মান উন্নয়ন করে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডির সমস্যা প্রশমিত হয় ফলে হাতে পায়ে কম্পন কমে আসে।
অনেকসময় রোগটি বংশগত হয়। যা কাজলবরণ বাবুর ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। ওঁর বন্ধু অশোক কুমার সেনের ব্রেন পেসমেকার যেভাবে ডা: অনির্বাণদীপ ব্যানার্জি টিউন করে দেন সেই আশাতেই মেদান্তা হাসপাতালে চিকিৎসা করিয়ে সন্তুষ্ট কাজলবরণ মজুমদার।
এই মুহূর্তে মেদান্তা মলটি স্পেশালিটি ওপিডি কলকাতায় মিলছে। আরবি ডায়াগন্স্টিক লেকটাউন ও ইস্টার্ন ডায়াগনস্টিক আলিপুরে সুবিধা প্রাপ্ত।