*
দিগদর্শন ওয়েব ডেস্ক : বেদে মানুষের জীবনে পাঁচটি মহাঋণের উল্লেখ আছে। ঋগবেদের দশম মন্ডলের ১১৭ নং সূক্তে দান করার কথা বলা আছে। যা পাঁচ ঋণের অন্যতম। অথর্ববেদের ৩.২৪.৫ সূক্তে বলা হয়েছে, শাত হস্ত সমাহার, সহস্র হস্ত সং কির। অর্থাৎ আয় করতে হাতটিকে শত হস্তে পরিণত কর, আর দান করতে সহস্র হাতে পরিণত কর। পুলিশ আধিকারিক পিনাকী চক্রবর্তী দীর্ঘ ১৬ বছর ধরে গুরুত্বপূর্ণ পুলিশে পদে ব্যস্ত থাকলেও সময় বাড়ি করে আর্থিক দূর্বল পরিবারের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করে আসছেন সাফল্যের সঙ্গে। তাঁর হিতৈষীজনের সহযোগিতায় সারা বছর তিনি এই মানবসেবার মহৎ যজ্ঞে নিজেকে সপরিবারে উৎসর্গ করেছেন। নির্মাণ করেছেন সমাজসেবী সংগঠন স্মাইল ওয়ার্ল্ড সেবা মিশন। সেখানে আর্থিক দুর্বল শিশুদের সাংস্কৃতিক পাঠ দিয়ে সুস্থ মানসিকতা তৈরির কাজও করছেন। নাচ গান ছবি আঁকা শেখানো হয় নামমাত্র আর্থিক দক্ষিণার বিনিময়ে। যাঁরা সেটুকু দিতে অপারগ তাঁদের বিনামূল্যে শিক্ষাদানের ব্যবস্থা আছে। খোলা হয়েছে মাত্র ১০০ টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা।
শারদ উৎসবের প্রাক্কালে লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা রয়েল বেঞ্চারস এর তিন সমাজসেবী মহুয়া গাঙ্গুলি , সুব্রত ব্যানার্জি ও সিদ্ধার্থ কর সহ অন্য সমাজসেবী সংগঠনের সহযোগিতায় বস্ত্রদানের অনুষ্ঠানের আয়োজন হয় লেকগার্ডেন্স( ইষ্ট ) চ্যারিটিবেল ট্রাস্টের মঞ্চে। উদ্যোক্তা পুলিশ আধিকারিক পিনাকী চক্রবর্তীর সমাজসেবী সংস্থা স্মাইল ওয়ার্ল্ড সেবা মিশন।মুখ্য অতিথি ছিলেন স্থানীয় ৯৩ ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা রতন দে। রতনবাবু তাঁর বক্তব্যে পিনাকী বাবুর ভুয়সী প্রশংসা করে বলেন, পিনাকী চক্রবর্তীর আন্তরিক সহমর্মিতা এক উজ্জ্বল দৃষ্টান্ত আজকের ক্ষয়িষ্ণু সমাজে। পিনাকী চক্রবর্তী বলেন, সমাজবদ্ধ জীব হিসেবে প্রত্যেক মানুষের উচিৎ সমাজের দূর্বল প্রতিবেশীর পাশে থাকা।১৬ বছর ধরে সেটাই করে আসছি হিতৈষীদের সৌজন্যে। প্রস্তুতিই নিচ্ছি স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলের বাইরে কোচিং ক্লাসের। আজ যা বড় প্রয়োজন। অথচ আর্থিক কারণে অনেক মেধাবী সেই সুযোগে বঞ্চিত হয়। তাদের বিনাখরচে সেই সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।সাধ ও সাধ্যের মিলন ঘটিয়ে আমৃত্যু সেই মহান যজ্ঞের ব্রতী হয়ে থাকতে চাই।
এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান নিবেদন করে সংগঠনের ছোটরা। সম্মানিত করা হয সহযোগী সমাজসেবী সংগঠনের যোদ্ধাদের। প্রত্যেকেই পিনাকী চক্রবর্তীর এই মহৎ কর্মযজ্ঞে পাশে থাকার অঙ্গীকার করেন।