*
শ্রীজিৎ চট্টরাজ : শুধু প্রথাগত সিলেবাসের পাতায় মুখ গুঁজে থাকা নয় , ব্যবহারিক শিক্ষায় দক্ষ করে শিক্ষার্থীদের গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শুধু চাকরি নয় , নিজস্ব সংস্থা গড়ে আরও কিছু মানুষকে জীবনে নিশ্চিত আয়ের পথের দিশা দেখানোর ক্ষেত্রেও উৎসাহিত করা হয়। শুক্রবার বিকেলে মধ্য কোলকাতার এক হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানালেন দয়ানন্দ সাগর ইউনিভার্সিটির প্রধান বিপণন আধিকারিক দীপক কালোখে। সঙ্গে ছিলেন পূর্বাঞ্চলের আরও দুই আধিকারিক।
দীপক কালোখে বলেন, বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি। কারণ আই টি দুনিয়ায় গরিষ্ঠ অংশ বিভিন্ন বহুজাতিক সংস্থা দক্ষ কর্মীদের এখানে সুযোগ দেন। সমস্ত দেশের যুব সম্প্রদায়ের মত বাংলার বহু যুব সম্প্রদায় ব্যাঙ্গালুরুকে কর্মস্থল হিসেবে বেছে নিয়েছেন। এখানেই তাই আমাদের প্রতিষ্ঠান চারটি শিক্ষায়তন গড়ে তুলেছেন। চতুর্থ শাখাটি প্রায় ৪০০ একর নিয়ে তৈরি। প্রায় ৬: দশক ধরে আমাদের প্রতিষ্ঠান শিক্ষার জগতে রয়েছে প্রভূত জনপ্রিয়তাকে সঙ্গী করে।ফলে দক্ষিণ ভারতে শুধু নয়,সমগ্র ভারতে আমাদের খ্যাতি। এই মূহূর্তে শিক্ষার্থীর সংখ্যা ১৮ হাজারেরও বেশি। আমাদের ভাইস চেয়ারম্যান ও প্রো, চ্যান্সেলর ড: প্রেমচন্দ্র সাগরের সুযোগ্য নেতৃত্ব ও নির্দেশনায় এন এ এ সি+ স্বীকৃত। অন্যান্য বেসরকারি শিক্ষায়তনের সঙ্গে আমাদের পার্থক্য আমাদের শিক্ষা খরচ খুব কম। যোগ্য শিক্ষার্থীদের জন্য ৬ কোটি টাকার বৃত্তি দেওয়া হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে হাজার শয্য্যার হোস্টেল রয়েছে। রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল ও মেডিক্যাল রিসার্চ সেন্টার যা গড়েউঠেছে দক্ষিণ ব্যাঙ্গালুরুর ১৩০ এক সবুজ ক্যাম্পাসে। প্রায় তিনশ নিয়োগকারীদের শীর্ষ সংস্থাদের নিয়ে ইন কিউবেশন সেন্টার ও উদ্যোক্তা শিপ প্রোগ্রাম যেখানে নিজস্ব ব্যাবসা স্থাপনের জন্য উৎসাহিত করা হয় । এই প্রতিষ্ঠানের স্কুল অফ ইঞ্জিনিয়ারিং , স্কুল অফ ল স্কুল, স্কুল অফ ডিজাইন , স্কুল অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশ স্কুল অফ অ্যাপ্লাইড সায়েন্স আয়ান্ড হেল্থ সায়েন্স এম বি বি এস এর মত বিভিন্ন প্রোগ্রাম রাখা হয়েছে।