বঙ্গসন্তান সুদীপ ঘোষের আন্তর্জাতিক মানের আপারকেস ব্র্যান্ডের ট্রাভেলার্স লাগেজের বিপণী খুললেন কলকাতার সিটি সেন্টার ওয়ানে
**** দিগদর্শন ওয়েব ডেস্ক : বাঙালির পায়ে সর্ষে। ভ্রমণপ্রিয় পর্যটক হিসেবে বাঙালির জগৎজোড়া খ্যাতি। রবিবার কলকাতার সিটি সেন্টারে ওয়ানে আন্তর্জাতিক মানের আপারকেস ট্রাভেলার্স লাগেজের বিপণী খুললেন বঙ্গতনয় সুদীপ ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলা রক ব্যান্ড ফসিলসের মুখ্য শিল্পী গীতিকার, লেখক, রেডিও জকি রূপম ইসলাম রূপম বলেন, শিল্পী হিসেবে একজন পর্যটক হিসেবে আমি খুবই সচেতন।…