তিনশ বছরের পারিবারিক কালীপুজোর ধারাবাহিকতা বহন করে চলেছেন আদিত্যর গ্রুপের এই প্রজন্ম
******* দিগদর্শন ওয়েব ডেস্ক : নিজেকে অনুসন্ধান করার জন্য ঐতিহ্য হচ্ছে একটি মন্ত্র। এটি আমাদের শিকড়ে ফেরার আহ্বান জানায় ।বলেছিলেন মহাত্মাগান্ধী। উইস্টন চার্চিল বলেছিলেন, ঐতিহ্য হলো একটি শক্ত ভিত্তি।যা আমাদের ভবিষ্যৎ তৈরিতে সাহায্য করে।কলকাতায় উদীয়মান ব্যবসায়িক প্রতিষ্ঠান আদিত্য গ্রুপের বর্তমান প্রজন্ম সেই ঐতিহ্য মেনেই পারিবারিক তিনশ বছরের কালী পুজোর আয়োজন করে শক্তির আরাধনা করে চলেছেন।…
