প্রয়াগে মহাকুম্ভের প্রচারে কলকাতায় উত্তরপ্রদেশের মন্ত্রী এলেন
******* দিগদর্শন ওয়েব ডেস্ক: তিথি শাস্ত্রে মেনে এবার প্রয়াগে হতে চলেছে মহাকুম্ভের স্নান। এই ধর্মীয় অনুষ্ঠানের প্রচারে কলকাতা ঘুরে গেলেন উত্তরপ্রদেশ সরকারের বন ও পরিবেশ , চিড়িয়াখানা ও জলবায়ু পরিবর্তন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অরুণ কুমার সাক্সেনা ওরাজ্যমন্ত্রী সঞ্জয় গঙ্গর। অরুণ কুমার সাক্সেনা বলেন,মহাকুম্বই ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চেতনার প্রতিফলন২০১৯ সালে প্রয়াগরাজ কুম্ভের মেলার দৃষ্টান্তমূলক…