****

দিগদর্শন ওয়েব ডেস্ক : ২৫ ডিসেম্বর দেশের বিভিন্ন প্রান্তে প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ১০১ তম জন্মদিন পালিত হয়েছে। দক্ষিণ কলকাতায় সুজাতা সদন মঞ্চে অটল বিহারী বাজপেয়ী জন্মশতবর্ষ উদযাপন সমিতির উদ্যোগে আয়োজিত হল প্রয়াত প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ ও শ্রদ্ধার্ঘ নিবেদন। সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল বণিক এই অনুষ্ঠানে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বদের যাঁরা বিজেপি দলের জন্মলগ্নের কর্মী ও পদাধিকারীদের অটল রত্ন সম্মানে বরণ করেন।

সম্মানিত ব্যক্তিত্বদের তালিকায় ছিলেন সোমদেব বন্দোপাধ্যায়, সৌরভ সিকদার, রাজকমল পাঠক, সায়ন্তন বসু। তালিকায় নাম থাকলেও অটল রত্ন সম্মান গ্রহণে অক্ষমতার কথা জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। সম্ভবত বিজেপি রাজ্য নেতৃত্বের স্বীকৃতি না থাকায় দেবশ্রী চৌধুরী ক্ষমতার বৃত্তের বিরাগভাজন হতে চাননি। অনুষ্ঠানে সামাজিক সেবা কাজের নিরিখে অটল স্মৃতি স্মারক সম্মান প্রদান করা হয় নিউ আলিপুর সেবা ভারতী, গড়বেতা শ্রী শ্যাম সংঘ, রিষড়ার লোটাস ফাউন্ডেশন, টালিগঞ্জ বিবেকানন্দ সেবা সংস্থান ও বিশ্ব সেবাশ্রম সংঘকে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী।
প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণপত্রে নাম থাকলেও দেখা যায়নি দিলীপ ঘোষকে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অটল বিহারী বাজপেয়ীর কবিতা অবলম্বনে গান গেয়ে শোনান মুম্বাই বিনোদন জগতের গায়িকা অটলবিহারী বাজপেয়ীর গুণগ্রাহী প্রিয়া ভট্টাচার্য। সংগঠনের পক্ষে কার্যকরী সভাপতি বিশ্বরূপ রায়চৌধুরী, সহ সম্পাদক বাদল মজুমদার, গৌরব বিশ্বাস , সবিতা চৌধুরী, সৈকত বিশ্বাস ও কোষাধ্যক্ষ সঞ্জয় গোস্বামী আগত আমন্ত্রিতদের শুভেচ্ছা জানান।
******