*

দিগদর্শন ওয়েব ডেস্ক : মঙ্গলবার সকালে ইন্ডিয়ান বাইপাসের সংলগ্ন একটি তিনতারা হোটেলে সংবাদিকদের সঙ্গে মিলিত হল দি ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ফাউন্ড্রিমেন সংগঠনের নেতৃত্ব। উপলক্ষ্য সংগঠনের ৭৩ তম বার্ষিক সাধারণ সভা। বক্তব্য রাখতে গিয়ে আর বি আগরওয়াল অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার ও এই সংগঠনের নবনিযুক্ত নতুন সভাপতি নবনীত আগরওয়াল জানান, একটা সংগঠন ৭৫ বছর ধরে নিয়োজিত সেটা খুবই গুরুত্বপূর্ণ।দেশ গঠনে লোহার ও ইস্পাত শিল্পের ভূমিকা প্রধান। আমরা এই শিল্পের গৌরবময় অধ্যায় নিয়ে যেমন গর্বিত তেমন ভবিষ্যত রূপরেখার নির্মাণে ব্রতী।
বিশ্বে ভারত লোহাও ইস্পাত শিল্পে উৎপাদনের নিরিখে দ্বিতীয়। প্রথম স্থানে চীন। চীন উৎপাদনের ক্ষেত্রে প্রথম বছরে প্রায়ই ৫৪ লক্ষ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার জন্য।সেখানে ভারত দ্বিতীয়ত হলেও অনেক পিছিয়ে। উৎপাদন ক্ষমতা বছরে ১২ লক্ষ মেট্রিক টন। মূলত উৎপাদন খরচ এদেশে বেশি। তবে সমীক্ষা বলছে,২০২৯ সালের মধ্যে ১০ শতাংশ উৎপাদন বাড়বে।
গত আর্থিক বছরে সংগঠনের সভাপতি ছিলেন ডি এস চন্দ্রশেখর। সংগঠনের নব নির্বাচিত কর্ম সমিতিতে আছেন, সহ সভাপতি ( ব্যবস্থাপনা পরিচালক ,শ্যামলাক্স মেটা- কেম প্রাইভেট লিমিটেড , নাগপুর) সুশীল শর্মা, সংগঠন সম্পাদক ( পার্টনার , ইয়াশি কাস্টিংস, হাওড়া) প্রদীপ কুমার মধোগরিয়া,সংগঠন কোষাধ্যক্ষ ( পরিচালক , সত্যকিরণ ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড , নিউ দিল্লি ) দীনেশ গুপ্তা। সাংবাদিক বৈঠকে গত আর্থিক বছরের বার্ষিক খতিয়ান পেশ করেন প্রাক্তন সম্পাদক এস মুথুকুমার । সংবর্ধিত হন প্রাক্তন ও নব নির্বাচিত পরিচালন কমিটি।
সংগঠনের তরফে জানানো হয় আগামী বছরে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি তিনদিনব্যাপী কলকাতার মিলন মেলা প্রাঙ্গনে আই এফ ই এক্স ২০২ অনুষ্ঠিত হতে চলছে। ইতিমধ্যেই ৭৫ শতাংশ স্টল অগ্রিম সংরক্ষণ হয়ে গেছে। কাস্টিং দ্য ফিউচার , ইনোভেট, কোলাবরেট, পার্পেচুয়েট থিমের এই এই ইভেন্টের নেতৃত্ব দেবেন, বিজয় বেরিয়াল ও রবি সেহগাল। এক্সপোতে প্রাধান্য পাবে ফাউন্ড্রি পেশাজীবী, সরঞ্জাম প্রস্তুতকারক ও উপাদান সরবরাহকারী সংস্থা।
উল্লেখ করা যেতে পারে ১৯৫০ সালে প্রথম এই সংগঠনের সৃষ্টি। পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও আলোচনার মধ্য দিয় ভবিষ্যতরূপ পরিকল্পনা গৃহীত হয়ে আসছে।