*****

দিগদর্শন ওয়েব ডেস্ক : সেই ট্র্যাডিশনআজও চলছে। মধ্য কলকাতার গভর্মেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্র্যাফট এ ১৬০ তম বার্ষিকপরম্পরা শিল্পকলা প্রদর্শনীর আয়োজন করল বর্তমান ছাত্রছাত্রীরা। উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রাখী সরকার, শিল্পী নিরঞ্জন প্রধান , ড: নিমাই চন্দ্র সাহা ও অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মুনমুন সেন । শারীরিক অসুস্থতায় আসতে পারেননি নট, নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত।
১৮৫৪ সালে প্রাচীন কলকাতার চিৎপুর অঞ্চলে গরানহাটায় সব বর্গের নবীন শিল্পীদের বিজ্ঞানসম্মত ভাবে উদ্যোগী শিল্পকলা বিষয়ক শিক্ষার ব্যবস্থা শুরু। এরপর সরকারি ব্যবস্থাপনায় গভর্মেন্ট স্কুল অফ আর্ট ও ১৯৫১ সালে কলেজ প্রতিষ্ঠিত হয়। এই মুহূর্তে যা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ। প্রথম শিক্ষালয়ের সৃষ্টি দানবীর মতিলাল শীলের বাড়িতে। এখন ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় ৪ হাজার। এই কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের তালিকায় আছেন নন্দলাল বোস, যামিনী রায়, ছত্রপতি দত্ত। যিনি এখন অধ্যক্ষ। দেবীপ্রসাদ রায়চৌধুরী, শুভো ঠাকুর,অন্নদা মুন্সী, গোপাল ঘোষ, নীরদ মজুমদার, সোমনাথ হোড়, হেমেন মজুমদার, গণেশ পাইন, গণেশ পাইন, যোগেন চৌধুরীদের মত দিকপাল শিল্পীরা।
শিক্ষক ছাত্র যুগলবন্দী প্রচেষ্টায় আজ এই শিক্ষাক্রম ২০১৮/১৯ সালে বার্ষিক থেকে সেমিস্টার পদ্ধতি গৃহীত হয়েছে। শিল্পকলার বিভিন্ন আঙ্গিক এই পরম্পরা প্রদর্শনীতে স্থান পেয়েছে। মুনমুল সেন বেশ কয়েকটি বিভাগ ঘুরে দেখেন। ছাত্রছাত্রীদের উৎসাহে প্রদর্শনী এক অন্য মাত্রা যোগ করেছে।