কলকাতায় ভি আই টি সমাবর্তন

*****

দিগদর্শন ওয়েব ডেস্ক : রবিবার সকালে দেশের অগ্রণী প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা বিভাগের সমাবর্তন উৎসব পালন করল ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব সন্তোষপুরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় শতাধিক ছাত্রছাত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যান্সেলর ড: জি বিশ্বনাথন।

অনুষ্ঠানে আগত আমন্ত্রিতদের মধ্যে ছিলেন রাজ্য সরকারের স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগের প্রধান সচিব বিনোদকুমার , রাজ্য পুলিশের অতিরিক্ত মহাপরিচালক ও ইন্সপেক্টর জেনারেল সাইবার ক্রাইম হরিকিশোর কুসুমাকর, শিল্পপতি ও মরটেক্স এন কে অর্গানাইজেশনের পরিচালক নরেশ কেয়াল, ভি আই টি শিক্ষা প্রতিষ্ঠানের সহ সভাপতি শঙ্কর বিশ্বনাথন, প্রো ভাইস চ্যান্সেলর ড: পার্থসারথি মল্লিক ও অ্যালামনাই অ্যাফেয়ার্স এর ডিরেক্টর ড: এলিজাবেথ রুফাস।

ড: জি বিশ্বনাথন তাঁর বক্তব্যে বলেন , সিটি অফ জয় এর শহর কলকাতায় আসতে তিনি ভালোবাসেন। তাঁর সঙ্গে বাংলার বিশিষ্ট ব্যাক্তিত্ব প্রয়াত প্রণব মুখোপাধ্যায়, সোমনাথ চট্টোপাধ্যায় , সিদ্ধার্থশঙ্কর রায়, ইন্দ্রজিৎ গুপ্ত, হীরেন মুখোপাধ্যায়, জ্যোতি বসু প্রমুখের সঙ্গে ঘনিষ্ঠতার কথা উল্লেখ করেন। তিনি তামিলনাড়ু ও পশ্চিমবাংলা এই দুই রাজ্যের সাংস্কৃতিক ও শিক্ষাগত মৌলিক চিন্তার যোগসূত্রকে উল্লেখ করে বলেন, দুই রাজ্যের মানুষের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকা এক নজির। তিনি সমাবর্তনে উপস্থিত ছাত্রছাত্রীদের পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়ে বলেন , কেন্দ্রীয় সরকারের ভারত গড়ার পরিকল্পনা তখনই সফল হবে যখন উচ্চশিক্ষা সমাজের প্রতি স্তরে পৌঁছবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *