নতুন প্রজন্মের রোবোটিক হাঁটু প্রতিস্থাপন ভেনিস , জানালেন ফর্টিস হাসপাতালের শল্য চিকিৎসক সৌম্য চক্রবর্তী

*

দিগদর্শন ওয়েব ডেস্ক : রোবট শব্দের অর্থ দাস।১৯৫৪ সালে রোবআবিষ্কার জর্জ ডিভোলের। এরপর ক্যালিফোর্নিয়ার আমিগোস হাসপাতালে অক্ষম রোগীদের হাত সঞ্চালনের জন্য রোবোটিক আর্মের ব্যবহার। ক্রমশ বিবর্তনের পথ পেরিয়ে ১৯৯৮ সালে টেলি রোবোটিক সার্জারির ধারণা এল। এরপর সার্জারি চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন। দ্য ভিঞ্চসংস্থার তরফে হৃদরোগ থেকে অন্যান্য বহু সার্জারিতে বিনা রক্তপাতে ও নির্ভুল সার্জারিতে রোবোটিক আজ বিশ্বে চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটিয়েছে। এই মূহূর্তে আমাদের দেশে রোবোটিক চিকিৎসায় নয়া প্রজন্মের হাঁটু অস্ত্রোপচারে এসে গেছে ভেলিস রোবোটিক আসিস্টিক সলিউশন। বৃহস্পতিবার দুপুরে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মিলিত হলেন ফর্টিস হাসপাতালের অস্থিশল্য চিকিৎসক সৌম্য চক্রবর্তী । ডা : চক্রবর্তী জানালেন, সর্বাধুনিক পদ্ধতিতে রোবোটিক হাঁটু প্রতিস্থাপনে এখন আর সি টি স্ক্যান করার দরকার হয় না। এই প্রযুক্তিতে যে রশ্মি প্রয়োগ হয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। কিন্তু বড় সাফল্যের জন্যএই ত্রুটি মেনে নেওয়া ছাড়া উপায়ে ছিল না। এখন জনসন অ্যান্ড জনসন সংস্থা এনে দিয়েছে সেরা প্রযুক্তি ভেলিস। কলকাতার পূর্ব প্রান্তে ফর্টিস হাসপাতালে মিলছে সর্বাধুনিক চিকিৎসা। দুটি হাঁটু বা একটি হাঁটু প্রতিস্থাপনে এই প্রযুক্তি একশ শতাং উপযোগী। মাত্র দুদিনের মধ্যে রোগী বাড়ি ফিরে যেতে পারেন। কিছুদিন বাড়িতে হাঁটা চলা করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছেন। কেবল হাঁটু মুড়ে মাটিতে না বসাটাই ভালো।

২০২১ সালে এই প্রযুক্তি আবিষ্কার। ইতিমধ্যে বিশ্বে ও ভারতে এই প্রযুক্তি সফল কার্যকরী পদ্ধতি হিসেবে বিবেচিত হয়েছে। এই প্রযুক্তিতে ব্যবহৃত হয় ইনফ্রায়েড ক্যামেরা ও অপটিক্যাল ট্র্যাকার। ফলে রোবট রোগী বিশেষের অ্যানাটমি তথ্য নির্ভুল ভাবে পর্যবেক্ষণ করে। ফলে চিকিৎসকের পক্ষে দেহের নরম টিস্যু সম্পর্কে সম্যক স্পষ্ট ধারণা এনে দেয়। ডা: চক্রবর্তী আরও বলেন, আমরা কলকাতা শহরে এই সর্বাধুনিক প্রযুক্তিতে হাঁটু প্রতিস্থাপনের যে কাজ শুরু করতে পেরেছি সেটা একটা যুগান্তকারী কাজ। চিকিৎসকের দক্ষতা আর প্রযুক্তির মেলবন্ধনে আমরা রোগীদের সর্বোচ্চ পরিষেবা দিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *