সফট টিস্যু টিউমার নিয়ে আন্তর্জাতিক সেমিনার সি এম ই ও ওয়ার্কশপে

দিগদর্শন ওয়েব ডেস্ক : সম্প্রতি কলকাতায় আন্তর্জাতিক কনটিনিউইং মেডিকেল এডুকেশন ও সফট টিস্যুর টিউমার আপডেট ওয়ার্কশপের আয়োজন করে এসোসিয়েশন অফ বোন অ্যান্ড সফট টিস্যু প্যাথোলজিস্ট ইন্ডিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ ও বিদেশের আন্তর্জাতিক সফট টিস্যু প্যাথলজি বিশেষজ্ঞরা।

এটি এমন একটি রোগ এতটা জটিল যে সঠিকভাবে নির্ণয় করে কঠিন।দরকার সংশ্লিষ্ট বিষয়ের গভীর জ্ঞান ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের দক্ষতা। এবার প্রথম জার্মানির ফ্রেডরিক আলেকজান্ডার ইউনিভার্সিটির প্যাথলজি ইনস্টিটিউটের অধ্যাপক ও উপ পরিচালক ডা: আব্বাস আগাইমি। এছাড়াও এবিএসটিপির প্রেসিডেন্ট ডা: জয়শ্রী কাট্টুর ওর টাটা মেমোরিয়াল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট এবিএসটিপি-র ভাইস প্রেসিডেন্ট ডা: ভরত রেখির মত বিশিষ্ট ব্যক্তিত্বরা তাঁদের বক্তব্য ও কেস স্টাডি নিয়ে আলোচনা করেন। এই আলোচনা নবীনদের জন্য অনেক ফলপ্রসূ হয়েছে বলে জানানো হয়।

অনুষ্ঠানের আহবায়ক ও নারায়ণা হাসপাতালের অঙ্কোপ্যাথলজিস্ট ডা: দেবমাল্য বন্দোপাধ্যায় বলেন, জীবনযাত্রা , পরিবেশের প্রভাব ও খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে ক্যান্সার বাড়ছে।সফট টিস্যু টিউমারের মত বিরল রোগ নির্ণয়ে সময়মত সঠিক পরীক্ষা প্রয়োজন। তরুণ চিকিৎসকদের জন্য যা উপযোগিত। রাজ্যে কিছু পরীক্ষা নিরীক্ষার প্রযুক্তির না থাকায় অন্য শহরে পাঠাতে কিছু সময় লাগছে। নারায়ণা হেলথের গ্রূপ সি ই ও আর ভেঙ্কটেশও নির্ভুল নির্ণয়ের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। অতিথি বক্তা নারায়ণা হাসপাতাল , আর এন টেগোর কর্পোরেট গ্রোথ ইনিশিয়েটিভ পরিচালক অভিজিৎ সিপি সেমিনারের মধ্যে পারস্পরিক বক্তব্য আদানপ্রদান একটি ইতিবাচক দিক। অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গ অর্থোপেডিক এসোসিয়েশন , এন এইচ ক্যান্সার সেন্টার ও নারায়ণা হাসপাতালের সহযোগিতায় আয়োজিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *