তিনদিন ব্যাপী কলকাতা জুয়েলারি অ্যান্ড জেম ফেয়ার পঞ্চম মেলা হল বিশ্ব বাংলা প্রাঙ্গণে
দিগদর্শন ওয়েব ডেস্ক: মধ্যযুগের ভারতীয় কাব্যতাত্ত্বিক বামনাচার্য লিখেছেন সৌন্দর্যম অলংকার। অর্থাৎ অলংকারের মধ্যেই কাব্যকে তুলনা করা হয়েছে নারী দেহের সঙ্গে। পুরাণে মেলে সতীর দেহত্যাগের পর যখন বিষ্ণুদেবের চক্রেদেহ বিচ্ছিন্ন করা হয অঙ্গের সঙ্গে মেলে স্বর্ণালংকার। ব্রহ্মবৈবর্তপুরাণে বিশ্বকর্মা ও ঘৃতাচীর নয় সন্তানকে বলা হয়েছে শিল্পীগোষ্ঠী। ধর্ম মঙ্গল কাব্যে নারীর আভরণের অষ্টালংকারের বিবরণ আছে। মাথায়, চুলে, নাকে,…