গাজন ও চড়ক আদৌ শৈব বা হিন্দু উৎসব নয়
সুজিৎ চট্টোপাধ্যায়: বাবা তারকনাথের চরণে সেবা লাগে, মহাদেব। টেনে টেনে সুর করে বাংলার প্রান্তিক স্তরের অচ্ছুৎ বাঙালির লৌকিক উৎসব গাজন। একটি বিষয় লক্ষ্য করার মত। রাজ্যের বিজেপি , তৃণমুল রামনবমী পালনে যত উৎসাহ তার সামান্যতম উৎসাহ দেখা যায় না গাজন বা চড়ক উৎসবে। বাংলার অন্যতম প্রাচীন লৌকিক ধর্মীয় উৎসব গাজন ও চড়ক মূলত রাঢ়বঙ্গের জেলাগুলিতে…