মিঃ টেনিসের স্মৃতিতে পরিবারের উদ্যোগে আখতার আলী ফাউন্ডেশন সুপার সিরিজ জুনিয়র টেনিস টুর্নামেন্ট
**** দিগদর্শন ওয়েব ডেস্ক: বিজয় অমৃতরাজ, আনন্দ অমৃতরাজ, রমেশ কৃষ্ণান, লিয়েন্ডার পেজ বা সোমদেব বর্মণের মত বিশ্বখ্যাত টেনিস খেলোয়াড় গড়ার কারিগর ছিলেন মিস্টার টেনিস। যিনি নিজে ১৯৫৮ থেকে ১৯৬৪ পর্যন্ত ভারতীয় ডেভিস কাপ দলের সদস্য ছিলেন। সিঙ্গলস ও ডাবল দুই ফরম্যাটেই খেলতেন।২০২০ সালে তিনি প্রয়াত হন। তাঁর পরিবারের উদ্যোগেই গড়ে তোলা হয় আখতার আলী ফাউন্ডেশন।…
