রেইজিং দ্য ডাস্ট সিজন ২ হিন্দুস্থান ক্লাব ম্যারাথন ৮ ডিসেম্বর
***** দিগদর্শন ওয়েব ডেস্ক : ৮ ডিসেম্বর দক্ষিণ কলকাতার নির্দিষ্ট রাস্তা ধরে অভিজাত হিন্দুস্থান ক্লাব তাঁদের দ্বিতীয় বার্ষিক ম্যারাথন দৌড় রেইজিং দ্য ডাস্ট অনুষ্ঠিত করতে চলেছে। এই উপলক্ষে মঙ্গলবার সকালে ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ক্লাবের পক্ষে জানানো হয়, অনুষ্ঠানে থাকছে তিনটি আকর্ষণীয় বিভাগ।৩ কিলোমিটার দৌড়ে ফান রান এবং ৫ ও ১০ কিলোমিটারের টাইমড রান।…