রাজ্যস্তরে শ্রী চৈতন্য টেকনো স্কুলের ড: বি এস রাও মেমোরিয়াল ন্যাশনাল স্পোর্টস মিট হলো শ্রীরামপুরে
***** দিগদর্শন ওয়েব ডেস্ক : ছাত্রছাত্রীদের শিক্ষিত করতে শারীরিক ও মানসিক বিকাশের প্রয়োজন।৪১তম বর্ষে অন্ধ্রের প্রয়াত চিকিৎসক ও শিক্ষাবিদ ড: বি এস রাওয়ের উদ্যোগে অন্ধ্রপ্রদেশে গড়ে ওঠা স্কুল ধীরেধীরে ভারতে ও পশ্চিমবঙ্গেই গড়ে ওঠে। আগামীদিনে রাজ্যের বিভিন্ন জেলায় স্কুলের শাখা বিস্তার হতে চলেছে। শ্রী চৈতন্য টেকনো স্কুলের রাজ্য প্রধান রবিকিরণ কদমবালা সাংবাদিকদের বলেন , হায়দ্রাবাদে…
