২৯ ও ৩০ অক্টোবর সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এনেছে ধনতেরাস ধামাকা, পাঁচ’শ টাকায় সোনা

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: সীতা চলেছেন বনবাসে। পরণে জৌলুশহীন পোশাক। কিন্তু সঙ্গে নিয়ে নিয়েছেন স্বর্ণালংকার। রাবণ যখন তাঁকে হরণ করেন, সেদিন তিনি পুষ্পক রথ থেকে নিজের সোনার গয়না ছড়াতে ছড়াতে গেছেন রামচন্দ্র যেন পথ নির্দেশ পান। রাবণ তাঁকে কোথায় নিয়ে গেলেন? লঙ্কায়। কোন লঙ্কায়? স্বর্ণালংকায়। সত্যিই কি রাবণের রাজ্য সোনায় মোড়া? না আসলে স্বর্ণলঙ্কা বলতে বোঝানো হয়েছে সোনার মত সুন্দর। বাংলাকেও তো কবি বলেছেন সোনার বাংলা। আসলে সোনার সঙ্গে বিশ্বের মানুষের মত বাঙালিরও এক দুর্বলতা বহু প্রাচীন যুগের।

বাবর তাঁর আত্মজীবনী বাবরনামাতে লিখে গেছেন, সারা বিশ্ব থেকে রাশিরাশি স্বর্ণ বাংলা মুলুকে এসে হারিয়ে যায়। ধাতু বিশেষজ্ঞরা বলেন , মানুষ উজ্জ্বল হলুদ জ্যোতির সংখ্যা, সাংকেতিক চিহ্ন, আপেক্ষিক গুরুত্ব গলনাঙ্ক, তারল্যের সবুজত্ব, অক্সাইড বিহীনতা একক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়ার অনুপস্থিতি ইত্যাদি হাজার কারণে সোনার প্রতি বিশ্বের সব মানুষের মত বাংলার মানুষের দুর্বলতা। কাকতালীয়ভাবে বিশ্বের ৮০ শতাংশ স্বর্ণশিল্পী বাঙালি।
২০২৪ এর সমীক্ষা অনুযায়ী আমেরিকার প্রথম তিনমাসে সোনা মজুদ ছিল ৮১৩৩.৪৬ টন। ভারতের সংগ্রহ ৮২২.০৯ টন। যা ২০২৩ এর শেষ তিনমাসের তুলনায় ১৮.৫১ টন বৃদ্ধি পেয়েছে।

ইতিহাস বলে বাঙালি সংস্কৃতির আদানপ্রদানে অনেক উদার।প্রায় দুই যুগ ধরে অবাঙালি উৎসব ধনতেরাস পালনে অভ্যস্ত হয়ে গেছেন। ফলে কালীপুজোর আগে পঞ্জিকার বিধান মেনে একটু সোনা রুপোর গয়না নিদেনপক্ষে একটি স্টিলের বাসন কেনেন। তাছাড়া কার্তিক মাসের শেষে বিয়ের লগন। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের অন্যতম পরিচালক শুভঙ্কর সেন মধ্য কলকাতার মৌলালির বিপণিতে আয়োজন করেন একট সাংবাদিক সম্মেলন। তিনি জানান , বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি যেমন জটিল হচ্ছে তেমন সোনার সংকট বাড়ছে। রুপোর দামী দাঁড়িয়েছে একলক্ষ টাকা কেজি। করসহ সোনার ১০ গ্রামের দামী সর্বাধিক হয়েছে প্রায় ৮১ হাজার টাকা। সামনে ধনতেরাস। এই সময় সোনার বা রুপো কেনা শাস্ত্রীয় মতে শুভ।

তিনি আরও বলেন, সামনেই বিয়ের মরসুম।।পুজোর আগে থেকেই মানুষ বিয়ের সোনা কিনতে শুরু করেছেন। তবে আশ্বস্ত করে মধ্যবিত্ত বাঙালিকে বলব , চিন্তার কারণ নেই। কেননা আমরা হালকা সোনার এমন আকর্ষণীয় গয়না নির্মাণ করি যেখানে খরচ সাধ্যের মধ্যে থাকবে। গ্রাহকদের জন্য গত ১৮ অক্টোবর থেকে আগামী ৩ রা নভেম্বর পর্যন্ত অফার চলছে ৪৫০ গ্রাম পর্যন্ত সোনার অলঙ্কারে মজুরিতে চলছে বিশেষ ছাড় ।১০ শতাংশ ছাড় হীরের গয়নায়।১০০ শতাংশ পর্যন্ত হীরের গয়নার মজুরিতে ছাড়। পুরানো সোনায় থাকছে সমান মুল্য। এছাড়াও থাকছে লাকি ড্র। ই ভি গাড়ি আর সর্বাধুনিক আই ফোন সোহট নানা আকর্ষণীয় উপহার।

বিপণির অন্যতম পরিচালক ও বিপণন প্রধান জয়িতা সেন বলেন একলক্ষ টাকার প্যাকেজে রয়েছে নববধূর গয়না। গ্রাহকের রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রয়ক্ষমতার মধ্যে আমরা দিচ্ছি পছন্দমত গয়না। আমরা শুধু দেশে নয়, দুবাইতেও রয়েছে আমাদের শাখা। আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিদ্যা বালান থেকে কার্তিক আরিয়ান ।সুতরাং বিশ্বস্ততার প্রতীক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। আমাদের অলঙ্কারের সঙ্গে রয়েছে মহিলাদের জন্য আধুনিক ডিজাইনের ব্যাগ। এবার আমরা নিয়ে আসছি পারফিউম। সকালে দুপুরে রাতের পার্টিতে ব্যবহারের আলাদা আলাদা পারফিউম গবেষণা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছবি: রাজেন বিশ্বাস

****************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *