*****

দিগদর্শন ওয়েব ডেস্ক : ২৫ বছর ধরে কোনো যান্ত্রিক প্রযুক্তি ছাড়াই শারীরিক সুস্থতার নিদান দিয়ে আসছেন ফিটনেস এন্ড স্লিমিং সেন্টার সৌমেনস্ ওয়ার্ক আউট শিবির করে চলেছেন সাফল্যের সঙ্গে সৌমেন দাস। এই শিবির পরিচালনার প্রথম বর্ষপূর্তি পালিত হলো কলকাতা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে। এই সংস্থার কর্ণধার সৌমেন দাস বলেন, আমাদের লক্ষ্য দেশের অধিকাংশ মানুষ মোটা হচ্ছেন, ওজন বাড়ছে। বিশেষ করে শুধু শিশু বা যুবক নয়, মধ্যবয়সী এমনকি ৯০ বছর বয়সীরাও নিজেদের সুস্থ ও নীরোগ রাখতে পারেন সামান্য সময় খরচ করে বিনা প্রযুক্তি ব্যবহার করে ওয়ার্কআউট করে। আমরা কোনো সরকারি বা বেসরকারি সাহায্য নিই না সামান্য খরচ দিয়ে যেকেউ আমাদের বিধি মেনে সুস্থ থাকতে পারেন।
ইতিমধ্যেই কলকাতা, দিল্লি, জয়পুর, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, জামশেদপুর, চেন্নাই, গুয়াহাটি, গোয়া, আহমেদাবাদ, অমৃতসর সহ দেশের ১৫ টি প্রধান শহরে এই শিবির করা হচ্ছে। এটি জিমের বিকল্প। যেকোন জায়গায় সকাল সন্ধ্যায় এই অনুশীলন সবাই করতে পারেন। পাশাপাশি বিশ্ব তামাক বর্জন দিবস, বিশ্ব স্থূলতা দিবস উপলক্ষে র্যালির আয়োজন করা হয়। সৌমেন দাসএই প্রতিবেদকের প্রশ্নের উত্তরে জানান, এই শিবির পরিচালনায় বিশাল খরচ। তবু আমরা জনস্বার্থ এই অনুশীলন শিবির পরিচালনা করছি। ইচ্ছে আছে দেশের প্রান্তিক অঞ্চনেও যাওয়ার। মিডিয়ার সাহায্যে আমরা আমাদের লক্ষ্যে সফল হচ্ছি। ফেসবুক খুঁজলেআমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা পেয়ে যাবেন।
।