সামগ্রিক উন্নয়নে দক্ষিণী প্রয়াস আয়োজন করল সত্যত উল্লাস ‘২৫
********* দিগদর্শন ওয়েব ডেস্ক : ১২ জানুয়ারি ২০২৫ কলকাতার পূর্ব প্রান্তের মাদুরদহ সত্যবৃত্তি বিদ্যালয় এবং টিউটোরিয়াল প্রোগ্রামের ৩৫০ জনের বেশি ছাত্রছাত্রী রবিবার পালন করল সত্যত উল্লাস ২৫। খেলাধূলা, শিল্পকলা, সাংস্কৃতিক পরিবেশনাএবং সম্প্রদায়ের উদ্যোগে এক বর্ণাঢ্য পরিবেশ তৈরি হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট হেপ্টাথলিট ও দু’)বার এশিয়ান গেমসে রৌপ্যপদক জয়ী মিস সোমা বিশ্বস্ত। তিনি বলেন, ছাত্রছাত্রীদের…
