টিভি নাইন বাংলার নতুন নিউজ সিরিজ ভোট ব্যাংকের মুসলিমেরা, দেখুন রবিবার ,১৯ মে , রাত ১০টায়

দিগদর্শন ওয়েব ডেস্ক : লোকসভা নির্বাচনের শেষ পর্যায় চলছে। ভোট এলেই কি রাজ্য রাজনীতি ভাগ হয়ে যায় সংখ্যাগুরু ও সংখ্যালঘু ভিত্তিতে? নেতারা কেন বার বার সংখ্যালঘু মন জয়ে উন্মুখ হয়ে ওঠেন? মাথায় হিজাব বা টুপি পরে ভক্তি গদগদ হয়ে প্রচার। প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চলে মুসলমানদের কে কত কাছের? কিন্তু ভোটরঙ্গ সাঙ্গ হলেই মুসলিম ভোটারের উন্নয়ন নিয়ে কি আদৌ ভাবে রাজনৈতিক দলের নেতারা? ইমাম ভাতা, ধর্মপ্রাণ মুসলিমদের হজের স্বপ্ন পূরণ করে চলে মন জয়ের কাজ? রাজ্যে মুসলিম ভোটারের সংখ্যা প্রায় ২৭ শতাংশ। রাজ্যের ৭ টি আসনে মুসলিম ভোট শতাংশ প্রায় ৪০ শতাংশের বেশি। যা নির্বাচনী ফলাফলের মোড় ঘুরিয়ে দিতে পারে। মুর্শিদাবাদের আসনে তাই কলকাতা থেকে হাজীর হন সি পি এম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আবার বহরমপুরে তৃণমূলকে ভিন রাজ্য থেকে নিয়ে আসতে হয় ইউসুফ পাঠানকে। কিন্তু ভোটের চিঁড়ে কি ভিজবে ? রাজ্যে বিজেপির উত্থানের পর থেকেই এই সাম্প্রদায়িক তাস খেলার প্রবণতা বেড়েছে বিজেপি বিরোধী দলগুলোর। মুসলিমদের এরাজ্যে ভবিতব্য কি শুধু ভোট ব্যাঙ্কের সম্পদ হওয়া?

এআই(AI) সব প্রশ্ন নিয়েই টিভি নাইন বাংলার নতুন নিউজ সিরিজ । অনুষ্ঠানে থাকছে বিশিষ্টদের মতামত।থাকছে চুলচেরা তথ্য বিশ্লেষণ। অবশ্যই দেখুন রবিবার ১৯ মে রাত ১০ টায়, নতুন নিউজ সিরিজ ভোট ব্যাংকের মুসলিমেরা। সুইচ অন করুন টিভি নাইন বাংলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *