দিগদর্শন ওয়েব ডেস্ক: কলকাতার এক শীর্ষস্থানীয় কর্মী নিয়োগ সংস্থা নিয়োগ মন্ত্র এইচ আর কনসালটেন্সির প্রধান অর্ঘ্য সরকারকে সেরা স্বপ্নদর্শী নেতা হিসেবে সম্মানিত করল টাইমস্ অ্যাপ্লায়েড ও জিও নিউজ। এই সংস্থা রিক্রুটমেন্ট প্রসেস আউটসোর্সিং পরিষেবা প্রদান করে। কর্মসংস্থানের জন্য নিয়োগের ক্ষেত্রে কর্মী নিয়োগে যেমন পরামর্শ দান করে তেমন চাকরিপ্রার্থীদের নিয়োগ সম্পর্কে বিনামূল্যে পরামর্শ দেয়। অর্ঘ্য সরকার শুধু নিয়োগ পরামর্শদাতা নন.। তিনি টি ই ডি বক্তা এবং রিক্রুইটাপিয়া আনলিসিং দি সিক্রেটস অব এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট অ্যাকুইজিশন এর লেখক। সম্মানিত অর্ঘ্য সরকার নিউজ এক্স, ইন্ডিয়া নিউজ বিজনেস এর পক্ষ থেকে এইচ আর লিডার ২০২৪ হিসেবে স্বীকৃত। এছাড়া ব্লগার সোশ্যাল মিডিয়া প্রভাবক ও শীর্ষ স্থানীয় সংস্থার একজন বিশিষ্ট উপদেষ্টা।