নহলী ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল
দিগদর্শন ওয়েব ডেস্ক: ২০০৫ সাল থেকে নিরন্তর নাট্যচর্চার সঙ্গে যুক্ত কলকাতার নহলী নাট্যদল। গত ১৩ এবং ১৪ সেপ্টেম্বর দু’দিন ব্যাপী থিয়ে এপেক্স নাট্যগৃহে অনুষ্ঠিত হয়ে গেল তাদের জাতীয় নাট্যউৎসব, ‘নহলী ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল’। দু’দিনের এই নাট্য উৎসবে মঞ্চস্থ হয় বর্তমান সময়োপযোগী মোট ছ’টি নাটক। প্রথম দিন অর্থাৎ ১৩ সেপ্টেম্বর মঞ্চস্থ হয় কথক পারফর্মিং রেপার্টয়ার-এর ‘খুড়ি…