দিগদর্শন ওয়েব ডেস্ক : বাঙালির নতুন বছরের উৎসবে পেটপুজোর আয়োজন করেছে রেস্তোরাঁ ইয়েলো টার্টল। সাবেকি থালিতে থাকছে পাবদা, পমফ্রেট,চিংড়ি , মাটনের এলাহী আয়োজন। মহারাজা থালি শুরু মাত্র ৩ ৯৯ টাকায়। এই আয়োজন মিলবে ১২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল । বাঙালিয়ানা ভেজ থালি, চিকেন থালি, মাটন থালি পমফ্রেট থালি, চিংড়ি থালি ছাড়াও থাকছে আকর্ষণীয় মহারাজা থালি। মাত্র ১১ ৯৯ টাকার থালিতে থাকছে আম পড়া শরবত, সুগন্ধি ভাত মুগডালj,ঝুড়ি আলুভাজা, স্যালাড, ফিস ফিংগার,ফুলকপি আলুর ডালনা, আলু পোস্ত, মুরগির ঝোল, কচি পাঁঠার ঝোল, সর্ষে পাবদা,জন্য প্রণ মালাইকারি, চাটনি, পাঁপড় ও রাজভোগ।