টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আন্তর্জাতিক সংস্থা আই বি এমের সঙ্গে যৌথ উদ্যোগে শুর করল বি বি এ অনার্স ও বি সি এ অনার্স শিক্ষাক্রম

দিগদর্শন ওয়েব ডেস্ক: রাজ্যের অন্যতম বেসরকারি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আন্তর্জাতিক সংস্থা আই বি এমের সঙ্গে যৌথ উদ্যোগে শুরু করল বি বি এ অনার্স ও বি সি এ অনার্স শিক্ষাক্রম। এইদুই শিক্ষাক্রমের বৈশিষ্ট্য ডাটা সাইন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার সংযুক্তি । চলতি বার্ষিক শিক্ষা বর্ষে এই শিক্ষাক্রমের মেয়াদ চার বছর।

সম্প্রতি সল্টলেকের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের অডিটোরিয়ামে এক সাংবাদিক সম্মেলনে বিষয়টির ঘোষণায় উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড: গৌতম রায়চৌধুরী, শিক্ষায়তনের গ্রুপ চ্যান্সেলর অধ্যাপক মানসী রায়চৌধুরী, টেকনো ইন্ডিয়া গ্রুপের কো -চেয়ারপারসন ও কো- চ্যান্সেলর ড: সৌমিত্র সরকার, আই বি এমের জি এম আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সোমশঙ্কর ব্যানার্জি, আই বি এমে সিনিয়র ম্যানেজমেন্ কনসালটেন্ট সোহিনী সেনগুপ্ত, সংস্থার প্রোগ্রাম লিডার ও ডাটা সাইন্টিস্ট শেফালি দত্ত, একাডেমিক পার্টনারশিপ ( ইষ্ট ইন্ডিয়া) আমন বক্সি, আই বিএম এস এম ই ডাটা অ্যানালিস্ট রাহুল বাত্রা, এ আই অ্যানালিস্ট রবিন ত্যাগী, বিজনেস অ্যানালিস্ট আই বি এম, ও টেকনো ইন্ডিয়ারসি আই ও এবং এক্সিকিউটিভ ডিরেক্টর মেঘদূরায়চৌধুরী। এই দুটি শিক্ষাক্রমের শিক্ষার্থীরা আই বি এমের পেশাদার দক্ষদের সঙ্গে অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ পাওয়ার পাশাপাশি প্রতি সেমিস্টারে পাবেন সার্টিফিকেট। শেষ সেমিস্টারে বাস্তব প্রেক্ষাপটের প্রকল্প রচনার সুযোগ পাবেন।

ব্যবহারিক শিক্ষায় আই বি এমের সফটওয়্যার ব্যবহারের সুযোগ পাবেন। পাবেন সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ। টেকনো ইন্ডিয়ার পক্ষে বলা হয়, পূর্বভারতে এমনএক শিক্ষাক্রম প্রথম আয়োজন হয়েছে। আই বি এমের সাউথএশিয়ার ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট বিশ্বনাথ রামাস্বামী বলেন, বর্তমান দুনিয়ায় শিক্ষাগত প্রতিদ্বন্দ্বিতামূলক পরিস্থিতিতে টেকনো ইন্ডিয়ার সঙ্গেআই বি এমের এই যৌথ উদ্যোগ উৎসাহী ছাত্রছাত্রীদের কাছে এক সুবর্ণ সুযোগএনে দিয়েছে। এই দুইসংস্থার যৌথ উদ্যোগের নয়া শিক্ষাক্রমের শেষে আন্তর্জাতিক মানের সার্টিফিকেট বিখ্যাত কর্পোরেট সংস্থায় চাকরি পাওয়ার ক্ষেত্র মজবুত করবে। টেকনো ইন্ডিয়া সংস্থার পক্ষে বিস্তারিত জানতে একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে।০৮০৬২৬৪২২২২। তাছাড়া সরাসরি সল্টলেকের টেকনো ইন্ডিয়ার মেন ক্যাম্পাসে যোগাযোগ করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *