বেশ্যার বারোমাস্যা
পর্ব: ৬৩ বিদুর দাসী গর্ভে জন্মেছেন। সুতরাং অনুশাসন না থাকলেও অন্ধ ধৃতরাষ্ট্রকেই ব্রাহ্মণ উপদেষ্টারা রাজা করেন। সুজিৎ চট্টোপাধ্যায়: গত ৬২ নং পর্বে জানিয়েছিলাম, মহাভারতের রাজধর্ম আলোচনায় বামন কুব্জ, অন্ধ , খঞ্জ, ক্ষীণকায় ব্যক্তি , নপুংসক, বুদ্ধিহীন ব্যক্তি ও অবশ্যই স্ত্রীলোক। সেক্ষেত্রে মহাভারতে ধৃতরাষ্ট্র তো অন্ধ ছিলেন তিনি কী করে হস্তিনাপুরের রাজা হলেন এই প্রশ্নের উত্তর…
