দিগদর্শন ওয়েব ডেস্ক: বিশ্বজুড়েই মেরুদণ্ডের বেশি কিছু রোগে ভুগছে শিশুরা। এই রোগে আধুনিক চিকিৎসায় একমাত্র অবলম্বন শল্য চিকিৎসা।কিন্তু খরচ অনেক। ভারতেও মেরুদন্ড বেঁকে যাওয়ার শিশু রোগীর সংখ্যা কম নয়। রোগটির নাম স্কোলিওসিস। ছোট বয়সে রোগটি নির্ণয় করে চিকিৎসা না হলে দুরারোগ্য হয়ে ওঠে। জন্মের পর থেকে ১৮ বছর পর্যন্ত এমনকি বেশি বয়সের অনেক রোগীর ভিজেনর। এই রোগের পারিবারিক ইতিহাস থাকলেও একে জিনবাহিতও বলা যায় না।
শনিবার বিকেলে দক্ষিণ কলকাতার অভিজাত টলিক্লাবে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সেস এন্ড হসপিটালের কর্ণধার কৃষ্ণ কুমার গুপ্তার উদ্যোগে বেশ কয়েকবছর ধরে আর্থিকভাবে দুর্বল অথচ শিরদাঁড়ার রোগের আক্রান্ত শিশুদের সুস্থ করে যে কর্মযোগ চালাচ্ছেন তা প্রশংসার দাবি রাখে। এদিনের সাংবাদিক সন্মেলনে কৃষ্ণকুমার গুপ্তা জানালেন, হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান ডা: উজ্জ্বল দেবনাথের নেতৃত্বে আমরাএই মোহনে কর্মযজ্ঞে সামিল হয়েছি। I
বিশ্বের সেরা অস্থি শল্য চিকিৎসক প্যালেস্তাইন দেশের ডা: আলালদিন আহমেদ, ইতালির ডা: অধ্যাপক মাসিমো বালসানো, ইংল্যান্ডের প্রবাসী ভারতীয় ডা: গিরিশ স্বামী ও ইংল্যান্ডের শল্য চিকিৎসক জ্যাকুলিন ক্রিচলে ।