ডবল ইঞ্জিন স্বাস্থ্য পরিষেবা দিতে জোট বাঁধল সুশ্রুত আই কেয়ার ও ডিসান হাসপাতাল

*****

দিগদর্শন ওয়েব ডেস্ক: চোখের চিকিৎসায় সল্টলেকের সুশ্রুত আই কেয়ার এক প্রবাদপ্রতিম সংস্থা। তেমনই মালটিসুপারস্পেশালিটি হাসপাতালের তালিকায় এক বিশ্বস্ত নাম ডিসান।১০ মার্চ সোমবার থেকে এই দুই চিকিৎসা পরিষেবাদানকারী সংস্থা গাঁটছড়া বাঁধল। অনুষ্ঠানিক ঘোষণায় উপস্থিত ছিলেন ডিসান হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত ও সুশ্রুত আই ফাউন্ডেশনের প্রিন্সিপাল , কর্ণধার ডা: রতীশ চন্দ্র পাল।

এখন থেকে ডিসানে মিলবে অন্য সব চিকিৎসার সঙ্গে ক্যাটারাক্ট, গ্লুকোমা, লেজারভিশন কারেকশন ও রেটিনা চিকিৎসার অত্যাধুনিক প্রযুক্তির ব্যবস্থা। সুশ্রুত আই কেয়ারের পক্ষে ডা: রতীশচন্দ্র পাল বলেন, সুশ্রুতের চিকিৎসা পরিষেবা সম্পর্কে রোগীরা ওয়াকিবহাল, তেমন ডিসানের চিকিৎসা সম্পর্কেও একই কথা। এখন দুই সংস্থার যৌথ প্রচেষ্টায় রোগীরা আরও সুবিধে পাবেন। ডিসানের পক্ষে সংস্থার চেয়ারম্যান ও এম ডি সজল দত্ত জানালেন, আজ থেকে ডিসানের একই ছাদের নিচেসুশ্রুত আয়ার কেয়ারের সহযোগিতায় চোখের অত্যাধুনিক পরিষেবা মিলবে। থাকছে বিশেষ প্যাকেজ।চোখের সমস্যায় এক নতুন দিগন্ত প্রতিষ্ঠিত হলো।

******

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *