দিগদর্শন ওয়েব ডেস্ক: ১০ জানুয়ারির থেকে ১২ জানুয়ারি দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরের লায়ন্স সাফারি পার্কে অনুষ্ঠিত হচ্ছে গোলাপ প্রদর্শনী। সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই গোলাপ প্রদর্শনী চলছে বেঙ্গল রোজ সোসাইটির সহযোগিতায় লায়ন্স ক্লাব অব ক্যালকাটা নর্থের উদ্যোগে।
শুক্রবার এই প্রদর্শনীটি উদ্বোধনে ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২ বি ১ এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন সালোনি সালভি হরিকিষন চৌধুরী। উপস্থিত ছিলেন শিল্পপতির সমাজসেবী রমেশ চাঁদ পারেখ। মঙ্গলবার পুরস্কারটি বিতরণী অনুষ্ঠানে থাকবেন কলকাতা পুরসভার মেয়র ইন কাউন্সিল দেবাশীষ কুমার ও শিল্পপতি, সমাজসেবী ব্রহ্মানন্দ আগরওয়াল সৃজনশীলতার নিরিখে স্কুল অনু হুইলসের শিক্ষার্থীরা গোলাপ নিয়ে তাদের প্রতিভার নিদর্শন রাখবার।
এই অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে বৈষ্ণা চ্যাটার্জি,এম এম আইসিল, কে এম সি আর লায়ন মঞ্জু চামারিয়া,১ ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা।৩২২ বি ১ উপস্থিত থাকছেন। বিভিন্ন জাতির গোলাপীর মান বিচারে করবেন পুষ্প বিশেষজ্ঞরা। এই অনুষ্ঠান সফল করতে সহায়তা করেছেন লায়ন্স সাফারি ক্লাবের সম্পাদক সুরেন্দ্রনাথ সিং রাজপুত, চেয়ারম্যান অশোক মেহেতা, লায়ন্স ক্লাব নর্থ এর সভাপতি ওমপ্রকাশ বাঙ্গুর, সম্পাদক রমেশ জাজোড়িয়া, লায়ন্স সাফারি ক্লাবের প্রাক্তন চেয়ারপার্সন সুভাষ মুরারকা, পবিত্র ছাড়িয়া। প্রশাসনের তরফে থেকে সহযোগিতা করেছে কে এম ডি এর, কলকাতা পুলিশ।