
দিগদর্শন ওয়েব ডেস্ক: বাংলা নাটকের নীরব সেবক পরিচলক পঙ্কজ মুন্সী। ৪৮ বছর ধরে সন্তানসম স্নেহে গড়ে তুলেছেন সমীক্ষণ নাট্য সংস্থা। স্বদেশী নকশা, কানামাছি খেলা, তোতারাম, মৃচ্ছকটিক, অন্তরালে, মানময়ী গার্লস স্কুল, আবু হোসেন, পুনর্জন্ম, একেই কি বলে সভ্যতা, স্বপ্ন উজান, বিধাতা পুরুষ, আজ মন চেয়েছে, ব্রজর কান্ড, বৈকুণ্ঠের খাতা, কাঞ্চনমালা, স্বপ্নচর, বিদ্যেধরীর অরুচি, মানুষ, এবং গঙ্গারাম তাঁর প্রযোজনা। প্রস্তুতির পথে মনোজ মিত্রের স্মৃতিতে মনোজ মিত্রের লেখা একটি নাটক।

সমীক্ষণের ঝুলিতে জমা পড়েছে ঋত্বিক পুরষ্কার, দিশারী পুরষ্কার, সিনে কালচার, এবং পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত বিশিষ্ট অভিনেতা,বিশিষ্ট পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী পুরষ্কার।২২ নভেম্বর দলের জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হতে চলেছে সংস্থার কার্যালয়ে। ১৪ ডিসেম্বর অভিনীত হতে চলেছে এবং গঙ্গারাম । প্রচারবিমুখ পরিচালক অভিনেতা পঙ্কজ মুন্সী বাংলা নাট্য-
সংস্কৃতিতে একটি অবিস্মরণীয় নাম।
