শিব এলেন কোথা থেকে?
বিষ্ণু উপাসকদের আগ্রাসনে পিছু হটলেন শিব – পর্ব: ৬ সুজিৎ চট্টোপাধ্যায় : আর্য দেবতা বিষ্ণুর উপাসকদের আগ্রাসনে অনার্য দেবতা শিব পিছু হটলেন কিভাবে সেই বিষয়টি দেখা যাক। পার্বত্য উপজাতির দেবতা শিব । তাই তাঁর বাসস্থান হবে হিমালয়ে, এটাই স্বাভাবিক।বলা হয় কেদারে তাঁর বাসস্থান। একসময় বলা হত শিবের বাস বৈদ্যনাথে। একবার নাকি শিব সেখানে ধ্যানমগ্ন হন।…
