
রাজ্যে কার হাতে পদ্ম চাষ? সম্ভবত জ্যোতির্ময় সিং মাহাতো বা দেবশ্রী চৌধুরি?
পশ্চিমবঙ্গ রাজ্যে থেকে বিজেপির একমাত্র দুই প্রতিমন্ত্রী সুজিৎ চট্টোপাধ্যায়: মন্ত্রী হলেন সুকান্ত মজুমদার।কিন্তু হাফ মন্ত্রী। একই পদ মতুয়া নেতা শান্তুনু ঠাকুরের। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি এরাজ্যে যেটুকু সম্মান বজায় রাখতে পেরেছে উত্তরবঙ্গে।পাশাপাশি বিরোধীদের সি এ এ নিয়ে অভিযোগকে চুপসে দিয়েছেন বনগাঁ কেন্দ্রের প্রার্থী মতুয়া নেতা শান্তনু ঠাকুর। ফলে স্বান্তনা পুরষ্কার দুজনকে দিতে কার্পণ্য করেনি দিল্লির…