চোখে আঙুল দাদা থিওরি,মমতার চালে বাজিমাত মহাজোট , বিজেপি
সুজিৎ চট্টোপাধ্যায় : আবার প্রমাণ করলেন রাজনৈতিক চালে বিরোধীদের থেকে তিনি অনেক বেশি পরিণত। বিরোধী জোটের মুখ্যমন্ত্রীরা যখন নীতি আয়োগের বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নেন তখন রে রে করে বিরোধীরা সমালোচনায় মুখর হলেন তখন অভিষেককে সঙ্গে নিয়ে মমতা পৌঁছে গেলেন দিল্লি। হালকা করে ভাসিয়ে দিলেন একটা খবর। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও আসছেন। আসলে এক ঢিলে চারপাখি পাখি…