৭৩ তম দি ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফাউন্ড্রিমেনের সভায় কাস্ট ইন্ডিয়ার এক্সপো ‘২৫ ঘোষণা
* দিগদর্শন ওয়েব ডেস্ক : মঙ্গলবার সকালে ইন্ডিয়ান বাইপাসের সংলগ্ন একটি তিনতারা হোটেলে সংবাদিকদের সঙ্গে মিলিত হল দি ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ফাউন্ড্রিমেন সংগঠনের নেতৃত্ব। উপলক্ষ্য সংগঠনের ৭৩ তম বার্ষিক সাধারণ সভা। বক্তব্য রাখতে গিয়ে আর বি আগরওয়াল অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার ও এই সংগঠনের নবনিযুক্ত নতুন সভাপতি নবনীত আগরওয়াল জানান, একটা সংগঠন ৭৫ বছর ধরে…
