রাজ্যের বেকারী শিল্প সংকটে, কলকাতায় ২৪ তম বেকার্স মিটে জানাল বেকারী সংগঠন
দিগদর্শন ওয়েব ডেস্ক : সম্প্রতি সাইন্স সিটি প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো ২৪ তম বেকারী মিট সন্মেলনের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। ক্রেতাসুরক্ষা দফতর প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানালেন, এই দফতরের কাজ ক্রেতা সাধারণকে সুরক্ষাদেওয়া। বেকারী সংস্থাকে হয়রানি করা নয়। তিনি আরও বলেন, বৃহৎ পুঁজি এই শিল্পে নেমে পড়েছে। ফলে ছোট ব্যবসায়ীদের…
