কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের উদ্যোগে দুদিনব্যাপী থার্ড এডুকেশন ইষ্ট সামিট
* দিগদর্শন ওয়েব ডেস্ক: শনিবার পূর্ব কলকাতার স্বভূমির তাঁর রাজকুটিরিয়ার দুটি অডিটোরিয়ামে একযোগের অনুষ্ঠিত হল ভবিষ্যতের লক্ষ্যে পরবর্তী প্রস্তুতির দিশা শীর্ষক তৃতীয় এডুকেশন ইষ্ট সামিট। আয়োজক কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে বক্তব্যের রাখেন পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার , সি আই আই ইস্টার্ন রিজিয়ন এডুকেশন এন্ড স্কিল ডেভলপমেন্ট…
